ওড়িশার জেলাসমূহের তালিকা

ভারতে ওড়িশা রাজ্যের অবস্থান (লাল)

ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ওড়িশা রাজ্যটি ৩০ টি জেলায় বিভক্ত। জেলাগুলি ওড়িশার গঠনগত ও প্রশাসনিক একক।[][][]

ভারতের বিভিন্ন রাজ্যের জেলাশাসক হন একজন ডিস্ট্রিক্ট কালেক্টর, ক্ষেত্রবিশেষে ডেপুটি কমিশনার (ডিসি)। ডেপুটি কমিশনার একাধারে জেলা ম্যাজিস্ট্রেটের পদও অলঙ্কৃত করেন। এই পদাধিকার বলে তিনি জেলায় বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত, এবং কালেক্টর হিসেবে রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত। সাধারণত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কোনও আধিকারিক জেলাশাসক হলেও মাঝে মাঝে ওড়িশা সিভিল সার্ভিসের কোনও আধিকারিককেও এই দায়িত্ব দেওয়া হয়। জেলাশাসকের সহায়তা করেন রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত জেলা প্রশাসন পর্যায়ের বিভিন্ন আধিকারিক। এক একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) আধিকারিক এক একটি জেলার পুলিশ সুপারিন্‌টেন্ডেন্ট হিসেবে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব পালন করেন।

জেলাসমূহ

ওড়িশার জেলা নিচে ওড়িশার বিভিন্ন জেলার রূপরেখার ছক দেওয়া হল।[]

কোড জেলা সদর শহর জনসংখ্যা

(২০০১)

জনসংখ্যা

(২০১১[])

ক্ষেত্রফল (কিমি²) ২০১১ তে জনঘনত্ব
(/কিমি²)
মানচিত্র
AN অনুগুল অনুগুল ১,১৪০,০০৩ ১,২৭৩,৮২১ ৬,৩৭৬ ১৯৯.৮
BD বৌধ বৌধগড় ৩৭৩,৩৭২ ৪৪১,১৬২ ৩,০৯৮ ১৪২.৪
BL বলাঙ্গির বলাঙ্গির ১,৩৩৭,১৯৪ ১,৬৪৮,৯৯৭ ৬,৫৭৫ ২৫০.৮
BR বারগড় (বরাগড়) বারগড় ১,৩৪৬,৩৩৬ ১,৪৮১,২৫৫ ৫,৮৩৭ ২৫৩.৮
BW বালেশ্বর (বালেসোর) বালেশ্বর ২,০২৪,৫০৮ ২,৩২০,৫২৯ ৩,৮০৬ ৬০৯.৭
BH ভদ্রক ভদ্রক ১,৫০৬,৫২২ ২,৫০৫ ৬০১
CU কটক কটক ২,৩৪১,০৯৪ ২,৬২৪,৪৭০ ৩,৯৩২ ৬৬৭.৫
DE দেবগড় (দেওগড়) দেবগড় ২৭৪,১০৮ ৩১২,৫২০ ২,৯৪০ ১০৬.৩
DH ঢেঙ্কানাল ঢেঙ্কানাল ১,০৬৬,৮৭৮ ১,১৯২,৮১১ ৪,৪৫২ ২৬৭.৯
GN গঞ্জাম ছত্রপুর ৩,১৩০,৬৩৫ ৩,৫২৯,০৩১ ৮,২০৬ ৪৩০.১
GP গজপতি পারলাখেমুন্দি ৫১৮,৮৩৭ ৫৭৭,৮১৭ ৪,৩২৫ ১৩৩.৬
JH ঝারসুগুড়া ঝারসুগুড়া ৫০৯,৭১৬ ৫৭৯,৫০৫ ২,১১৪ ২৭৪.১
JP জাজপুর জাজপুর ১,৬২৪,৩৪১ ১,৮২৭,১৯২ ২,৮৯৯ ৫৯৫.৮
JS জগৎসিংহপুর জগৎসিংহপুর ১,০৫৭,৬২৯ ১,১৩৬,৯৭১ ১,৬৬৮ ৬৮১.৬
KH খোর্দা খোর্দা ১,৮৭৭,৩৯৫ ২,২৫১,৬৭৩ ২,৮১৩ ৮০০.৫
KJ কেন্দুঝর (কেওনঝড়) কেন্দুঝর ১,৫৬১,৯৯০ ১,৮০১,৭৩৩ ৮,৩০৩ ২১৭.০
KL কালাহান্ডি ভবানিপাটনা ১,৩৩৫,৪৯৪ ১,৫৭৬,৮৬৯ ৭,৯২০ ১৯৯.১
KN কন্ধমাল ফুলবাণী ৬৪৮,২০১ ৭৩৩,১১০ ৮,০২১ ৯১.৪
KO কোরাপুট কোরাপুট ১,১৮০,৬৩৭ ১,৩৭৯,৬৪৭ ৮,৮০৭ ১৫৬.৭
KP কেন্দ্রাপড়া কেন্দ্রাপড়া ১,৩০২,০০৫ ১,৪৪০,৩৬১ ২,৬৪৪ ৫৪৪.৮
ML মালকানগিরি মালকানগিরি ৫০৪,১৯৮ ৬১৩,১৯২ ৫,৭৯১ ১০৫.৯
MY ময়ুরভঞ্জ বারিপদা ২,২২৩,৪৫৬ ২,৫১৯,৭৩৮ ১০,৪১৮ ২৪১.৯
NB নবরঙ্গপুর নবরঙ্গপুর ১,০২৫,৭৬৬ ১,২২০,৯৪৬ ৫,২৯১ ২৩০.৮
NU নূয়াপড়া নূয়াপড়া ৫৩০,৬৯০ ৬১০,৩৮২ ৩,৮৫২ ১৫৮.৫
NY নয়াগড় নয়াগড় ৮৬৪,৫১৬ ৯৬২,৭৮৯ ৩,৮৯০ ২৪৭.৫
PU পুরী পুরী ১,৫০২,৬৮২ ১,৬৯৮,৭৩০ ৩,৪৭৯ ৪৮৮.৩
RA রায়গড়া রায়গড়া ৮৩১,১০৯ ৯৬৭,৯১১ ৭,০৭৩ ১৩৬.৮
SA সম্বলপুর সম্বলপুর ৯৩৫,৬১৩ ১,০৪১,০৯৯ ৬,৬২৪ ১৫৭.২
SA সুবর্ণপুর (সোনপুর) সুবর্ণপুর ৫৪১,৮৩৫ ৬১০,১৮৩ ২,৩৩৭ ২৬
SN সুন্দরগড় সুন্দরগড় ১,৮৩০,৬৭৩ ৯,৭১২ ১৮৮
সমগ্র রাজ্য ভুবনেশ্বর ৩৬,৮০৪,৬৬০ ৪১,৯৭৪,২১৮ ১৫৫,৭০৭ ২৬৯.৬

তথ্যসূত্র

  1. "Districts of Odisha"Official Portal। Bhubaneswar: Government of Odisha। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩ 
  2. "Districts of Orissa"। ১৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১২ 
  3. "List of Districts" (pdf)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১২ 
  4. ভারতের জনগণনা কমিশনার ও রেজিস্ট্রার জেনারেলের দপ্তর।
  5. http://www.census2011.co.in/census/state/districtlist/orissa.html

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!