এখন (টিভি চ্যানেল)

এখন
উদ্বোধন৯ জুন ২০২২; ২ বছর আগে (2022-06-09)
মালিকানাসিটি গ্রুপ
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি (এসডিটিভি ফিডের জন্য ১৬:৯ ৫৭৬আইতে ডাউনস্কেল করা)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানদেশজুড়ে
প্রধান কার্যালয়টিকাটুলি, ঢাকা
পূর্বতন নামস্পাইস টেলিভিশন
ওয়েবসাইটhttps://www.ekhon.tv/
স্ট্রিমিং মিডিয়া
https://www.ekhon.tv/live

এখন হলো একটি বাংলাদেশী বাংলা ভাষার স্যাটেলাইট ও ক্যাবল টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির মালিক হচ্ছে স্পাইস টেলিভিশন লিমিটেড, যা বাংলাদেশের বৃহত্তম শিল্পসংস্থা সিটি গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।[]

এটি বাংলাদেশের প্রথম ব্যবসা ও অর্থ অনুষ্ঠানভিত্তিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির সদরদপ্তর ঢাকার টিকাটুলিতে অবস্থিত।[] ২০২৪ সালে ৬ জুন বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি চালুর মধ্যদিয়ে দর্শকের সামনে নতুন রূপে হাজির হয় এখন টিভি। []

ইতিহাস

২০১৭ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখন কে সম্প্রচার করার জন্য একটি লাইসেন্স দান করে।[] বঙ্গবন্ধু-১ উপগ্রহের মাধ্যমে এটি ২০২১ সালের ৩০ জুলাই "স্পাইস টেলিভিশন" নামে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। এর আগে তারা বঙ্গবন্ধু-১ ব্যবহার করে সম্প্রচারের জন্য ২৮ জুলাই বিসিএসসিএলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।[][] ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে, চ্যানেলটি ‘নির্মাণ পর্ব’ নামক পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে।[]

২০২২ সালের ৩০ মেতে এখন টেলিটকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী টেলিটক চ্যানেলটিকে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন করপোরেট সেবা দেবে।[] ২০২২ সালের ১৬ ডিসেম্বরে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার কথা থাকতেও,[] চ্যানেলটি বাংলাদেশের প্রথম ব্যবসাকেন্দ্রিক টেলিভিশন চ্যানেল হিসেবে, ২০২২ সালের ৯ জুন "এখন" নামে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।[] এটি বাংলাদেশের ৩৭তম টেলিভিশন চ্যানেল।

অনুষ্ঠানসমূহ

  • আপনার সঙ্গে[]
  • ই-বাজার
  • এখন আনন্দ[]
  • এখন দুপুর
  • এখন মাঠে[]
  • এখন সকাল
  • খবরগঞ্জ
  • ব্র্যান্ডিং বাংলাদেশ
  • এখন চারিদিক
  • এখন প্রকাশ

তথ্যসূত্র

  1. "পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি"দৈনিক ইত্তেফাক। ৩০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  2. "যাত্রা শুরু করলো দেশের প্রথম ব্যবসাকেন্দ্রিক টিভি 'এখন'"জাগো নিউজ। ১০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  3. "বিজয়ের ৫০ বছরে দীর্ঘ অনুষ্ঠান আনছে স্পাইস টিভি"আরটিভি অনলাইন। ৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  4. "HC directs BTRC to allocate Spice TV frequency"দ্য ডেইলি নিউ নেশন (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার সেবা নেবে স্পাইস টিভি"বাংলা ট্রিবিউন। ২৮ জুলাই ২০২১। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  6. "পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি"বাংলা ট্রিবিউন। ৩০ জুলাই ২০২১। ১১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  7. "স্পাইস টিভি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছে আজ"বার্তা২৪। ১৭ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  8. "টেলিটক-এখন টিভি চুক্তি"দৈনিক যুগান্তর। ১ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  9. "ঈদে ভিন্ন আয়োজনে 'এখন'"ঢাকাটাইমস টুয়েন্টিফোর। ৭ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!