এইডাব্লিউ ওমেনস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো নারী পেশাদারি কুস্তি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আমেরিকান পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) এটি তৈরি এবং তদারকির দায়িত্বে রয়েছে। জুন ১৮, ২০১৯ সালে উক্ত চ্যাম্পিয়নশিপটি অবমুক্ত করা হয়। রাইহো একে সর্বপ্রথম জিতে নেন। হিকারু শিদা বর্তমানে উক্ত চ্যাম্পিয়নশিপটি বহন করছেন।
আমেরিকান পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং তাদের প্রতিষ্ঠার ছয় মাস পরর জুন ১৮, ২০১৯ তারিখে,[১][২][৩] এইডাব্লিউ এর প্রেসিডেন্ট টনি খান তাদের উভয় নারী চ্যাম্পিয়নশিপ এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন।[৪][৫] এইডাব্লিউ এর চিফ ব্র্যান্ড অফিসার ব্র্যান্ডি রোডস আগস্ট ৩১ এ অনুষ্ঠিত এইডাব্লিউ অল আউট এএ এইডাব্লিউ ওমেনস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট অবমুক্ত করেন,[৬] এবং অক্টোবর ২ তারিখের এইডাব্লিউ ডায়নামাইট এ রাইহো প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপটি জিতে নেন।[৭][৮][৯][১০][১১]
এপ্রিল ১৮, ২০২৫ তারিখ পর্যন্ত চ্যাম্পিয়নশিপটি তিনবার হাত বদল হয়েছে। রাইহো সর্বোপ্রথম চ্যাম্পিয়নশিপটি জিতে নেন এবং তিনিই সর্বোচ্চ ১৩৩ দিন খেতাবটি ধরে রাখেন এবং তিনিই সবচেয়ে কম মাত্র ২২ বছর বয়সে চ্যাম্পিয়নশিপটি জিতেন।
হিকারু শিদা বর্তমানে চ্যাম্পিয়নশিপটি বহন করছেন। তিনি পূর্বের চ্যাম্পিয়ন নায়লা রোসকে হারিয়ে চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছেন।