ঋতুপর্ণ ঘোষ

ঋতুপর্ণ ঘোষ
জন্ম(১৯৬৩-০৮-৩১)৩১ আগস্ট ১৯৬৩
মৃত্যু৩০ মে ২০১৩(2013-05-30) (বয়স ৪৯)
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারত
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

ঋতুপর্ণ ঘোষ (৩১ আগস্ট ১৯৬৩ - ৩০ মে ২০১৩) ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।[] অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। ১৯৯২ সালে মুক্তি পায় তার প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায় ১৯৯৪ সালে। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিচিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান।

ঋতুপর্ণ ঘোষ ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী। দুই দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন।[][] ২০১৩ সালের ৩০ মে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।[]

ব্যক্তিগত জীবন

১৯৬৩ সালের ৩১ আগস্ট কলকাতায় ঋতুপর্ণ ঘোষের জন্ম। তার বাবা-মা উভয়েই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র-নির্মাতা ও চিত্রকর। ঋতুপর্ণ ঘোষ সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।[]

ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের এলজিবিটি সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলিতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করছিলেন। তিনি নিজের সমকামী সত্ত্বাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নেন, যা ভারতের চলচ্চিত্র জগতের খুব কম মানুষ করেছেন।[][][]

বিজ্ঞাপন দুনিয়ায়

চলচ্চিত্র জগতে আসার আগে ঋতুপর্ণ ঘোষ ছিলেন কলকাতার একজন "অ্যাডভারটাইসমেন্ট কপিরাইটার"। ১৯৮০-র দশকে বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় বেশ কিছু জনপ্রিয় এক লাইনের শ্লোগান লিখে দিয়েছিলেন তিনি। সেই সময় কলকাতায় ইংরেজি ও হিন্দি বিজ্ঞাপনগুলি বাংলায় অনুবাদ করে চালানো হত। ঋতুপর্ণ বাংলায় স্বতন্ত্র বিজ্ঞাপনী শ্লোগানের ধারা সৃষ্টি করেন। তার সৃষ্ট বিজ্ঞাপনগুলির মধ্যে শারদ সম্মান ও বোরোলিনের বিজ্ঞাপনদুটি বিশেষ জনপ্রিয় ছিল। কোনো কোনো সমালোচকের মতে, (বিজ্ঞাপনী চিত্র নির্মাণের মাধ্যমে) দর্শকদের কাছে আবেদন পৌঁছে দেওয়ার এক বিশেষ দক্ষতা তিনি অর্জন করেছিলেন, যা তার ছবি বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি সমাজে জনপ্রিয় করে তোলে।[][১০]

চলচ্চিত্র পরিচালনা

১৯৯২-২০০৩

সুভাষ ঘাই (ডানদিকে), ঋতুপর্ণ ঘোষ (বাঁদিকে) ও দেবজ্যোতি মিশ্র (পিছনে); নৌকাডুবি ছবির অডিও রিলিজের সময়

ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী দুনিয়ায়। তার পরিচালনায় প্রথম ছবি হিরের আংটি ১৯৯২ সালে মুক্তি পায়। এটি ছিল ছোটোদের ছবি।[১১] ছবিটি তৈরি হয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী, মুনমুন সেন প্রমুখেরা।[১২]

১৯৯৪ সালে তার দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায়। এই ছবিতে এক মা ও তার মেয়ের পারস্পরিক সম্পর্কের কাহিনি দেখানো হয়েছে।[১৩] ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিকভাবেও সফল হয়। ১৯৯৫ সালে এই ছবি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়।[] এরপর দহন মুক্তি পায় ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায় এবং এই ছবির দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান।[১৪] দহন ছবির বিষয়বস্তু কলকাতার রাস্তায় এক মহিলার ধর্ষিত হওয়ার কাহিনি। অপর একটি মেয়ে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। সে এগিয়ে আসে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। কিন্তু সমাজ ও ধর্ষিতার পরিবার পরিজনের ঔদাসিন্যে সে হতাশ হয়।[১৫]

১৯৯৯ সালে মুক্তি পাওয়া অসুখ ছবিতে এক অভিনেত্রী ও তার আয়ের উপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক দেখানো হয়। এটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। বাড়িওয়ালি মুক্তি পায় ২০০০ সালে। এই ছবিতে এক নিঃসঙ্গ অবিবাহিত মধ্যবয়সী মহিলা (কিরণ খের) নিজের বাড়িটি এক ফিল্ম প্রোডাকশনকে ভাড়া দেন। তার অবদমিত কামনাবাসনাগুলি ছবির সুদর্শন পরিচালককে নিয়ে কল্পনার ডানা মেলে। এই ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান।[১৩]

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত উৎসব শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়। এই ছবির বিষয়বস্তু এক একান্নবর্তী পরিবারের ভাঙন। এই পরিবারের সদস্যরা তাদের পারিবারিক বাড়ি থেকে বেশি দূরে না থাকলেও বছরে শুধু একবার দুর্গাপূজার সময় একত্রিত হয়। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি তিতলি-র গল্প এক কিশোরীকে কেন্দ্র করে। মেয়েটির প্রিয় ফিল্মস্টারের সঙ্গে এক সময় তার মায়ের প্রণয় সম্পর্ক ছিল।[১২][১৩]

২০০৩ সালে আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন একটি "হুডানইট" রহস্য ছবি শুভ মহরত। এই ছবিতে বিশিষ্ট অভিনেত্রী রাখী গুলজারশর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেন নন্দিতা দাস। এই বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন চোখের বালি। এই ছবিতেই তিনি প্রথম বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাইকে নিয়ে কাজ করেন।[১৬]

২০০৪—২০১৩

ঋতুপর্ণ ঘোষ ও অমিতাভ বচ্চন (ডান দিকে), দ্য লাস্ট লিয়ার ছবির সেটে

২০০৪ সালে ঋতুপর্ণের প্রথম হিন্দি ছবি রেনকোট মুক্তি পায়। এই ছবিটি ও. হেনরির ছোটোগল্প "দ্য গিফট অফ দ্য ম্যাজাই" (১৯০৬) অবলম্বনে নির্মিত। এই ছবিতেও ঐশ্বর্যা রাই অভিনয় করেছিলেন; সাথে ছিলেন অজয় দেবগন। এই ছবির শ্যুটিং শেষ হয়েছিল ১৭ দিনে।[১৩] ছবিটি শ্রেষ্ঠ হিন্দি ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়।[১৩] ২০০৫ সালে তার বাংলা ছবি অন্তরমহল মুক্তি পায়। এটি ব্রিটিশ আমলের এক জমিদার পরিবারের গল্প। জ্যাকি শ্রফ জমিদার চরিত্রট করেন; আর তার দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সোহা আলি খানরূপা গাঙ্গুলী[১৩]

২০০৭ সালে দ্য লাস্ট লিয়ার মুক্তি পায়। এটি একটি প্রাক্তন শেক্সপিয়ারিয়ান থিয়েটার অভিনেতার জীবনের গল্প। অমিতাভ বচ্চন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।[১৩] এছাড়া প্রীতি জিন্টাঅর্জুন রামপালও এই ছবিতে অভিনয় করেছিলেন।[১৭]

২০০৮ সালে মুক্তি পায় খেলা। এটি মানব সম্পর্কের গল্প। এটি মণীষা কৈরালার প্রথম বাংলা ছবি।[১৩] এই বছরই মুক্তি পায় তার সব চরিত্র কাল্পনিকপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়বিপাশা বসু অভিনীত এই ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়।

২০০৯ সালে যীশু সেনগুপ্ত, অনন্যা চট্টোপাধ্যায়, দীপংকর দেমমতা শঙ্কর অভিনীত ছবি আবহমান মুক্তি পায়। এটি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়।[১৩]

মৃত্যুর আগে তিনি তার পরবর্তী ছবি সত্যান্বেষী-র শ্যুটিং শেষ করেছিলেন। এই ছবিটি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছিল।[][১৮]

অভিনয় জীবন

ঋতুপর্ণ ঘোষ প্রথম অভিনয় করেন ওড়িয়া ছবি কথা দেইথিল্লি মা কু-তে। হিমাংশু পারিজা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে।[১৯] ২০১১ সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমরিজ ইন মার্চ ছবিতে অভিনয় করেন। আরেকটি প্রেমের গল্প ছবির বিষয় ছিল সমকামিতা।[২০]

ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত।[১৩] এটি ৬০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায়।[১৭]

অন্যান্য কাজ

টেলিভিশন কর্মজীবন

ঋতুপর্ণ দুটি সেলিব্রিটি চ্যাট শো সঞ্চালনা করেন। এগুলি হলো ইটিভি বাংলার এবং ঋতুপর্ণ এবং স্টার জলসার ঘোষ অ্যান্ড কোম্পানি[২১] ঘোষ অ্যান্ড কোম্পানির একটি পর্বে তিনি মীরের সাক্ষাৎকার নেন। এটি কিছু বিতর্ক সৃষ্টি করে।[২২]

পত্রিকা সম্পাদনা

ঋতুপর্ণ বাংলা ফিল্ম ম্যাগাজিন আনন্দলোক সম্পাদনা করেন ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত।

মৃত্যু

ঋতুপর্ণ ঘোষ দশ বছর ধরে ডায়াবেটিস (ডায়াবেটিস মেটিলাস টাইপ ২) রোগে এবং পাঁচ বছর ধরে প্যানক্রিটিটিস রোগে ভুগছিলেন।[১১] এছাড়াও তার অনিদ্রা রোগ ছিল এবং সেই জন্য তিনি ঘুমের ওষুধ খেতেন।[২৩] ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী, অ্যাবডোমিনোপ্ল্যাস্টি ও ব্রেস্ট ইমপ্ল্যান্টের পর প্রয়োজনীয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করাতে গিয়ে তার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। আরেকটি প্রেমের গল্প ছবিতে এক সমকামী চিত্রপরিচালকের ভূমিকায় অভিনয় করার জন্য তাকে এগুলি করাতে হয়েছিল।[১১]

২০১৩ সালের ৩০ মে তার কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষের মৃত্যু ঘটে। তার দুই পরিচারক দিলীপ ও বিষ্ণু তাকে বিছানায় অচৈতন্য অবস্থায় দেখতে পান। প্রতিবেশী নীলাঞ্জনা সেনগুপ্ত ডাক্তার নিরূপ রায়কে খবর দেন। তিনি এসে ঋতুপর্ণ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।[২৪] মৃত্যুকালে ঋতুপর্ণের বয়স হয়েছিল ৪৯ বছর।[]

বাংলা চলচ্চিত্রের অভিনেতা ও পরিচালকেরা ঋতুপর্ণ ঘোষের বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নন্দনে। সেখানে চত্বরের বাইরে কিছুক্ষণ তার দেহ রাখা হয় সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার জন্য। নন্দনে বহু মানুষ এসে তাকে শ্রদ্ধা জানান।[১১] এরপর তার দেহ নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শেষ শ্রদ্ধা জানান।[২৫] তিনি ঋতুপর্ণ ঘোষের পরিবারবর্গের সঙ্গে ৪৫ মিনিট সময় কাটান। ঋতুপর্ণ ঘোষকে তিনি “বিরল প্রতিভা” হিসেবে উল্লেখ করেন।[১১] টালিগঞ্জ থেকে তার দেহ সিরিটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।[২৫] সৎকারের আগে কলকাতা পুলিশের তরফ থেকে তাকে গান স্যালুট দেওয়া হয়।[২৬][২৭]

প্রতিক্রিয়া

বাংলা চলচ্চিত্র শিল্প

বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে ঋতুপর্ণ আর নেই। এই খবরটা মেনে নেওয়া খুব কঠিন। আমরা একজন অত্যন্ত সম্ভাবনাময় পরিচালককে অকালে হারালাম।”[২৮] ঋতুপর্ণর তিতলি দোসর ছবির নায়িকা কঙ্কনা সেনশর্মা বলেন, এটা তার ব্যক্তিগত ক্ষতি।[১৫] অভিনেতা অরিন্দম শীল এই দিনটাকে জাতীয় শোকের দিন হিসেবে পালন করার আর্জি জানান।[২৪] দেব বলেন, এই খবর শুনে তিনি হতবাক। [২৪] ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ঋতুপর্ণ ছিলেন এমন এক মহান শিল্পী যিনি আবেগ ও সাংস্কৃতিক চেতনায় বাংলার চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন।[২৯]

বলিউড

অমিতাভ বচ্চন তার স্মৃতিচারণায় বলেন, ঋতুপর্ণ ঘোষ একমাত্র পরিচালক যিনি বচ্চন পরিবারের সকলের সঙ্গে কাজ করেছেন। তিনি একটি টুইটে লেখেন, ঋতুপর্ণ ছিলেন এক সংবেদনশীল শিল্পমনস্ক নরম মনের মানুষ।[৩০] অভিনেত্রী বিপাশা বসু বলেন, ঋতুপর্ণের মৃত্যুসংবাদ তার কাছে হৃদয়বিদারক; তিনি এই খবর বিশ্বাসই করতে পারছেন না।[২৪] চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বলেন, ঋতুপর্ণের মৃত্যু এক “বিরাট ট্রাজেডি”।[৩১] সোহা আলি খান বলেন, ঋতুপর্ণ ছিলেন এক অগ্রণী চিত্র পরিচালক এবং তিনি সত্যজিৎ রায় ও নব্য শৈলীর মধ্যে যোগসূত্রের কাজটি করেছিলেন।[২৯] অর্জুন রামপাল বলেন, ঋতুপর্ণ ছিলেন এক অসামান্য দক্ষ শিল্পী এবং অসাধারণ মানুষ।[২৯] অভিনেত্রী কিরণ খের ঋতুপর্ণের শিশুসুলভ প্রাণোচ্ছ্বলতার কথা স্মরণ করে বলেন, “চলচ্চিত্র জগৎ অশিক্ষিত লোকে ভর্তি। সেখানে ঋতুপর্ণ ছিলেন একজন শিক্ষিত মানুষ। তাঁর নিজস্ব একটা লাইব্রেরি ছিল এবং তিনি ধর্মকর্ম করার মতো করে পড়াশোনা করতেন। তাঁর জ্ঞানের কোনো তুলনা নেই।[২৯]

চলচ্চিত্রের তালিকা

বছর নাম ভাষা ভূমিকা অন্যান্য তথ্য
পরিচালক চিত্রনাট্যকার অভিনেতা
১৯৯২ হীরের আংটি বাংলা হ্যাঁ হ্যাঁ প্রথম পরিচালিত ছবি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত
১৯৯৪ উনিশে এপ্রিল বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ চলচ্চিত্র)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) - দেবশ্রী রায়
১৯৯৭ দহন বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ চিত্রনাট্য) - ঋতুপর্ণ ঘোষ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) - ইন্দ্রাণী হালদারঋতুপর্ণা সেনগুপ্ত
১৯৯৯ বাড়িওয়ালি বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) - কিরণ খের
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী) - সুদীপ্তা চক্রবর্তী
১৯৯৯ অসুখ (চলচ্চিত্র) বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র)
২০০০ উৎসব (২০০০-এর চলচ্চিত্র) বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ পরিচালনা)
২০০২ তিতলি বাংলা হ্যাঁ হ্যাঁ
২০০৩ শুভ মহরৎ বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী) - রাখি গুলজার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র)
চোখের বালি বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র)
কথা দেইথিল্লি মা কু ওড়িয়া হ্যাঁ প্রথম অভিনয়
২০০৪ রেইনকোট (চলচ্চিত্র) হিন্দি হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র)
২০০৫ অন্তরমহল বাংলা হ্যাঁ হ্যাঁ
২০০৬ দোসর বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বিশেষ জুরি পুরস্কার / বিশেষ স্বীকৃতি - কাহিনিচিত্র) - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
২০০৭ দ্য লাস্ট লিয়ার ইংরেজি হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ ইংরেজি চলচ্চিত্র)
২০০৮ খেলা বাংলা হ্যাঁ হ্যাঁ
সব চরিত্র কাল্পনিক বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র)
২০১০ আবহমান বাংলা হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ পরিচালনা)- ঋতুপর্ণ ঘোষ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) - অনন্যা চট্টোপাধ্যায়
নৌকাডুবি বাংলা হ্যাঁ হ্যাঁ
২০১১ আরেকটি প্রেমের গল্প বাংলা হ্যাঁ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত; সমকামিতা বিষয়ক ছবি।
মেমরিজ ইন মার্চ ইংরেজি হ্যাঁ হ্যাঁ সঞ্জয় নাগ পরিচালিত
২০১২ সানগ্লাস হিন্দি হ্যাঁ হ্যাঁ অপ্রকাশিত
চিত্রাঙ্গদা: দ্য ক্রাউনিং উইশ বাংলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বিশেষ জুরি পুরস্কার / বিশেষ স্বীকৃতি - কাহিনিচিত্র)
জীবনস্মৃতি বাংলা হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী অবলম্বনে নির্মিত তথ্যচিত্র
২০১৩ সত্যান্বেষী (চলচ্চিত্র) বাংলা হ্যাঁ হ্যাঁ অপ্রকাশিত

পুরস্কার

পুরস্কার বছর ছবি বিভাগ ফল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৯৫ উনিশে এপ্রিল শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী
১৯৯৮ দহন শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী
অসুখ শ্রেষ্ঠ বাংলা ছবি বিজয়ী
২০০১ উৎসব শ্রেষ্ঠ পরিচালনা বিজয়ী
২০০৩ শুভ মহরত শ্রেষ্ঠ বাংলা ছবি বিজয়ী
২০০৪ চোখের বালি শ্রেষ্ঠ বাংলা ছবি বিজয়ী
২০০৫ রেনকোট শ্রেষ্ঠ হিন্দি ছবি বিজয়ী
২০০৮ দ্য লাস্ট লিয়ার শ্রেষ্ঠ ইংরেজি ছবি বিজয়ী
২০০৯ সব চরিত্র কাল্পনিক শ্রেষ্ঠ বাংলা ছবি বিজয়ী
২০১০ আবহমান শ্রেষ্ঠ পরিচালনা বিজয়ী
শ্রেষ্ঠ বাংলা ছবি বিজয়ী
২০১২ চিত্রাঙ্গদা বিশেষ জুরি পুরস্কার বিজয়ী
বম্বে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৯৯ অসুখ এফআইপিআরইএসসিআই পুরস্কার (বিশেষ উল্লেখ) বিজয়ী
২০০২ তিতলি এফআইপিআরইএসসিআই পুরস্কার (জুরি পুরস্কার) বিজয়ী
২০০৩ শুভ মহরত শ্রেষ্ঠ ভারতীয় ছবি মনোনীত
বার্লিন ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০০০ বাড়িওয়ালি নেটওয়ার্ক ফর দ্য প্রোমোশন অফ এশিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিজয়ী
কলাকার অ্যাওয়ার্ডস ১৯৯৭ উনিশে এপ্রিল ৫ম কলাকার পুরস্কার - শ্রেষ্ঠ পরিচালনা বিজয়ী
২০১১ আরেকটি প্রেমের গল্প ১৯তম কলাকার পুরস্কার - শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ী
পুসান ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৯৬ উনিশে এপ্রিল নিউ কারেন্টস অ্যাওয়ার্ড মনোনীত
লোকার্নো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০০৩ চোখের বালি গোল্ডেন লেপার্ড মনোনীত
২০০৫ অন্তরমহল গোল্ডেন লেপার্ড মনোনীত
কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎযব ২০০৫ অন্তরমহল গোল্ডেন ক্রো ফিসান্ট মনোনীত
কারলোভি ভ্যারি ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৯৮ দহন ক্রিস্টাল গ্লোব মনোনীত
২০০৪ রেনকোট ক্রিস্টাল গ্লোব মনোনীত
ডউভিল এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১০ আবহমান বেস্ট ফিল্ম— লোটাস মনোনীত
শিকাগো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০০৩ চোখের বালি গোল্ড হিউগো মনোনীত

তথ্যসূত্র

  1. "Rituparno Ghosh: Indian film director dies age 49"। The Guardian। ২০১৩-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-৩০ 
  2. "Rituparno, tender as night: Raja Sen salutes the talent"Rediff। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  3. "Rituparno Ghosh, trailblazer of new wave Bengali cinema, dies"The Times of India। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  4. "Rituparno Ghosh, national award winning filmmaker, dies"The Times of India। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  5. "Rituparno Ghosh: Bengal's brave, young director"NDTV। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  6. Ghosh, Palash (৩০ মে ২০১৩)। "Renowned Indian Filmmaker And Gay Icon Rituparno Ghosh Dies At 49"International Businesss Times। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  7. "Rituparno Ghosh's passing away a great loss to Lesbian, Gay, Bisexual community: Onir"The Indian Express। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  8. Moitra, Sumit (৩১ মে ২০১৩)। "Rituparno Ghosh, an icon for LGBT community"DNA India। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  9. "Abohomaner dake sara dite biday Rituparno-er"। Anandabazar Patrika। ৩১ মে ২০১৩। 
  10. "Rituparno Ghosh's jumpcut from fleeting ad films to meaningful cinema"The Times of India। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  11. "Shocked Kolkata bids a tearful adieu to filmmaker Rituparno Ghosh"The Times of India। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  12. "Rituparno Ghosh, a film-maker who pushed the envelope, dies at 49"Live Mint। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  13. "Rituparno Ghosh's glorious cinematic journey"India Today। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  14. "Rituparno Ghosh, National Award-winning filmmaker, dies"NDTV। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  15. "Filmmaker Rituparno Ghosh passes away in Kolkata at 49"India Today। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  16. "Variety acclaims Chokher Bali"Sify। ৩০ মে ২০১৩। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  17. "Rituparno Ghosh: Trailblazer of new wave Bengali cinema"Daily News and Anlysis। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  18. "Rituparno Ghosh wrapped up Satyanweshi shoot before death"First Post। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  19. "Rituparno Ghosh’s first, an Oriya film"The Times of India। ৬ নভেম্বর ২০১২। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১২ 
  20. "Arekti Premer Golpo (Bengali)"Outlook। ১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  21. "Rituparno Ghosh — It's never gonna be the same again!"The Hindu Business Line। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  22. "I don't think I am doing anything illegal."The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  23. "Rituparno Ghosh: It was the heart that bled"The Times of India। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  24. "Tollywood mourns loss of Rituparno Ghosh"The Times of India। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  25. "Mamata reaches technician studios alongside Rituparno's cortege"First Post। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  26. "Rituparno Ghosh cremated as Kolkata bids tearful goodbyeRituparno Ghosh cremated as Kolkata bids tearful goodbye"India Today। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  27. "Rituparno Ghosh dies: Gun salute before cremation"NDTV। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  28. "Renowned filmmaker Rituparno Ghosh dies"The Hindu। ৩০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  29. "Memories of a Maverick Maker: Rituparno Ghosh"The Times of India। ৩১ মে ২০১৩। ১০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  30. "Amitabh Bachchan tweets in memory of Rituparno Ghosh"The Times of India। ৩১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 
  31. "Rituparno Ghosh cremated with full state honours"NDTV। ৩১ মে ২০১৩। ৩০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!