উয়েফা ইউরো ২০২০ গ্রুপ ডি

উয়েফা ইউরো ২০২০-এর গ্রুপ ডি-এর সকল ম্যাচ ২০২১ সালের ১৩ হতে ২২শে জুন তারিখ পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোর হ্যাম্পটন পার্ক এবং ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[] এই গ্রুপে এই আসরের অন্যতম আয়োজক ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, এই আসরের অন্যতম আয়োজক স্কটল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র একে অপরের মুখোমুখি হয়েছে। দুই আয়োজক দেশ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[]

দল

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য বাছাইপর্বে
অবস্থান
[টীকা ১]
র‍্যাঙ্কিংয়ে অবস্থান
(মে ২০২১ অনুযায়ী)
ডি১  ইংল্যান্ড (আয়োজক) গ্রুপ এ চ্যাম্পিয়ন ১৪ নভেম্বর ২০১৯ ১০ম ২০১৬ তৃতীয় স্থান (১৯৬৮), সেমি-ফাইনাল (১৯৯৬)
ডি২  ক্রোয়েশিয়া গ্রুপ ই চ্যাম্পিয়ন ১৬ নভেম্বর ২০১৯ ৬ষ্ঠ ২০১৬ কোয়ার্টার-ফাইনাল (১৯৯৬, ২০০৮) ১০ ১৪
ডি৩  স্কটল্যান্ড (আয়োজক) প্লে-অফ পথ সি চ্যাম্পিয়ন ১২ নভেম্বর ২০২০ ৩য় ১৯৯৬ গ্রুপ পর্ব (১৯৯২, ১৯৯৬) ২৯ ৪৪
ডি৪  চেক প্রজাতন্ত্র[টীকা ২] গ্রুপ এ রানার-আপ ১৪ নভেম্বর ২০১৯ ১০ম ২০১৬ চ্যাম্পিয়ন (১৯৭৬) ১৮ ৪০

টীকা

  1. এই অবস্থানগুলো ২০১৯ সালের নভেম্বর মাস অনুযায়ী, কেননা নভেম্বর মাসে ইউরোপীয় বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
  2. ১৯৬০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত চেক প্রজাতন্ত্র হিসেবে চেকোস্লোভাকিয়া হিসেবে প্রতিযোগিতা করেছে।

পয়েন্ট টেবিল

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ইংল্যান্ড (H) +২ নকআউট পর্বে উত্তীর্ণ
 ক্রোয়েশিয়া +১ []
 চেক প্রজাতন্ত্র +১ []
 স্কটল্যান্ড (H) −৪
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
(H) স্বাগতিক।
টীকা:
  1. হেড-টু-হেড ফলাফল (ক্রোয়েশিয়া ১–১ চেক প্রজাতন্ত্র) এবং গোল পার্থক্যে সমতা (+১)। সমতা দূরীকরণে সামগ্রিক গোলের নিয়ম ব্যবহার করা হয়েছে।

১৬ দলের পর্বে,[]

ম্যাচ

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। স্থানীয় সময়ও (বিএসটি, ইউটিসি+১) উল্লেখ করা হয়েছে।

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া

ইংল্যান্ড ১–০ ক্রোয়েশিয়া
প্রতিবেদন
ইংল্যান্ড[]
ক্রোয়েশিয়া[]
গো জর্ডান পিকফোর্ড
রা.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস
সে.ব্যা. ১৫ টাইরন মিংস
লে.ব্যা. ১২ কিরান ট্রিপিয়ার
সে.মি. ১৪ ক্যালভিন ফিলিপস
সে.মি. ডেকলান রাইস
রা.উ. ১০ রাহিম স্টার্লিং ৯০+২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+২'
অ্যা.মি. ১৯ ম্যাসন মাউন্ট
লে.উ. ২০ ফিল ফোডেন হলুদ কার্ড ৬৪' ৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
সে.ফ. হ্যারি কেন (অধি:) ৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
বদলি খেলোয়াড়:
১১ মার্কাস রাশফোর্ড ৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
২৬ জুড বেলিংহ্যাম ৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
১৮ ডোমিনিক কালভার্ট-লুইন ৯০+২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+২'
ম্যানেজার:
ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট
গো দোমিনিক লিভাকোভিচ
রা.ব্যা. শিমে ভ্রসালিয়কো
সে.ব্যা. ২১ দোমাগোয় ভিদা
সে.ব্যা. দুয়ে চালেতা-সার হলুদ কার্ড ৪২'
লে.ব্যা. ২৫ ইয়োশকো গভারদিয়ল
ডি.মি. ১১ মার্ৎসেলো ব্রোজোভিচ হলুদ কার্ড ৬৬' ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
সে.মি. ১০ লুকা মদরিচ (অধি:)
সে.মি. মাতেও কোভাচিচ হলুদ কার্ড ৪৮' ৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
রা.উ. আন্দ্রেই ক্রামারিচ ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
লে.উ. ইভান পেরিশিচ
সে.ফ. ১৭ আন্তে রেবিচ ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
বদলি খেলোয়াড়:
১৩ নিকোলা ভ্লাশিচ ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
ইয়োসিপ ব্রেকালো ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
২০ ব্রুনো পেতকোভিচ ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
১৫ মারিও পাশালিচ ৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
ম্যানেজার:
ক্রোয়েশিয়া জ্লাৎকো দালিচ

ম্যান অব দ্য ম্যাচ:
রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)[]

সহকারী রেফারি:[]
আলেসসান্দ্রো জাল্লাতিনি (ইতালি)
ফাবিয়ানো প্রেতি (ইতালি)
চতুর্থ রেফারি:
বিয়র্ন কইপার্স (নেদারল্যান্ডস)
সংরক্ষিত সহকারী রেফারি:
সান্ডার ভান রোকেল (নেদারল্যান্ডস)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
জোয়াও পিনেইরো (পর্তুগাল)
ফিলিপ্পো মেলি (ইতালি)
পাওলো ভালেরি (ইতালি)

স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র

স্কটল্যান্ড ০–২ চেক প্রজাতন্ত্র
প্রতিবেদন
স্কটল্যান্ড[]
চেক প্রজাতন্ত্র[]
গো ডেভিড মার্শাল
সে.ব্যা. গ্র্যান্ট হ্যানলি
সে.ব্যা. ১৬ লিয়াম কুপার
সে.ব্যা. ২৪ জ্যাক হেন্ড্রি ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.মি. ১৭ স্টুয়ার্ট আর্মস্ট্রং ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.মি. জন ম্যাকগিন
সে.মি. স্কট ম্যাকটমিনে
রা.উ. স্টিফেন ও'ডোনেল ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
লে.উ. অ্যান্ড্রু রবার্টসন (অধি:)
সে.ফ. লিন্ডন ডাইকস ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
সে.ফ. ১১ রায়ান ক্রিস্টি ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
বদলি খেলোয়াড়:
১০ শে অ্যাডামস ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
কলাম ম্যাকগ্রেগর ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
২০ রায়ান ফেজার ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
২৫ জেমস ফোরেস্ট ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
১৯ কেভিন নিসবেট ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
ম্যানেজার:
স্কটল্যান্ড স্টিভ ক্লার্ক
গো তোমাশ ভাৎসলিক
রা.ব্যা. ভ্লাদিমির সুফাল
সে.ব্যা. ওন্দ্রেই চেলুস্তকা
সে.ব্যা. তোমাশ কালাস
লে.ব্যা. ১৮ ইয়ান বোরিল
সে.মি. ১৫ তোমাশ সুচেক
সে.মি. ২১ আলেক্স ক্রাল ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
রা.উ. ১২ লুকাশ মাসোপুস্ত ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
অ্যা.মি. ভ্লাদিমির দারিদা (অধি:) ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
লে.উ. ১৪ ইয়াকুব ইয়াঙ্কতো ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
সে.ফ. ১০ পাত্রিক শিক ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
বদলি খেলোয়াড়:
তোমাশ হোলেশ ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
১৯ আদাম হলোজেক ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
২০ মাতেই ভিদ্রা ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
১৩ পেত্র শেভচিক ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
১১ মিখায়েল ক্রমেনচিক ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
ম্যানেজার:
চেক প্রজাতন্ত্র ইয়ারোস্লাভ শিলহাভি

ম্যান অব দ্য ম্যাচ:
পাত্রিক শিক (চেক প্রজাতন্ত্র)[]

সহকারী রেফারি:[]
ইয়ান সাইডেল (জার্মানি)
রাফায়েল ফল্টিন (জার্মানি)
চতুর্থ রেফারি:
গেয়র্গি কাভাকভ (বুলগেরিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
মার্তিন মার্গারিতভ (বুলগেরিয়া)
ভিডিও সহকারী রেফারি:
মার্কো ফ্রিৎস (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
ক্রিস্টিয়ান গিটেলমান (জার্মানি)
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)

ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্র

ক্রোয়েশিয়া[১০]
চেক প্রজাতন্ত্র[১০]
গো দোমিনিক লিভাকোভিচ
রা.ব্যা. শিমে ভ্রসালিয়কো
সে.ব্যা. দেয়ান লোভরেন হলুদ কার্ড ৩৫'
সে.ব্যা. ২১ দোমাগোয় ভিদা
লে.ব্যা. ২৫ ইয়োশকো গভারদিয়ল
সে.মি. ১০ লুকা মদরিচ (অধি:)
সে.মি. মাতেও কোভাচিচ ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
রা.উ. ইভান পেরিশিচ
অ্যা.মি. আন্দ্রেই ক্রামারিচ ৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
লে.উ. ইয়োসিপ ব্রেকালো ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. ১৭ আন্তে রেবিচ ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
বদলি খেলোয়াড়:
২০ ব্রুনো পেতকোভিচ ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
২৬ লুকা ইভানুশেৎস ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৩ নিকোলা ভ্লাশিচ ৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
১১ মার্ৎসেলো ব্রোজোভিচ ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
ম্যানেজার:
ক্রোয়েশিয়া জ্লাৎকো দালিচ
গো তোমাশ ভাৎসলিক
রা.ব্যা. ভ্লাদিমির সুফাল
সে.ব্যা. তোমাশ কালাস
সে.ব্যা. ওন্দ্রেই চেলুস্তকা
লে.ব্যা. ১৮ ইয়ান বোরিল হলুদ কার্ড ৮২'
সে.মি. তোমাশ হোলেশ ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
সে.মি. ১৫ তোমাশ সুচেক
রা.উ. ১২ লুকাশ মাসোপুস্ত হলুদ কার্ড ৫০' ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
অ্যা.মি. ভ্লাদিমির দারিদা (অধি:) ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
লে.উ. ১৪ ইয়াকুব ইয়াঙ্কতো ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.ফ. ১০ পাত্রিক শিক ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
বদলি খেলোয়াড়:
১৯ আদাম হলোজেক হলুদ কার্ড ৯০+৩' ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
২১ আলেক্স ক্রাল ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
১৩ পেত্র শেভচিক ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
১১ মিখায়েল ক্রমেনচিক ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
আন্তোনিন বারাক ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
ম্যানেজার:
চেক প্রজাতন্ত্র ইয়ারোস্লাভ শিলহাভি

ম্যান অব দ্য ম্যাচ:
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)[]

সহকারী রেফারি:[১০]
হুয়ান কার্লোস ইয়ুস্তে হিমেনেস (স্পেন)
রোবের্তো আলনসো ফের্নান্দেস (স্পেন)
চতুর্থ রেফারি:
জান্দ্রো শ্যারার (সুইজারল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
স্তেফান দে আলমেইদা (সুইজারল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
মার্কো দি বেল্লো (ইতালি)
ইনিয়িগো প্রিয়েতো লোপেস দে সেরাইন (স্পেন)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড

ইংল্যান্ড[১২]
স্কটল্যান্ড[১২]
গো জর্ডান পিকফোর্ড
রা.ব্যা. ২৪ রিস জেমস
সে.ব্যা. জন স্টোনস
সে.ব্যা. ১৫ টাইরন মিংস
লে.ব্যা. লুক শ
সে.মি. ডেকলান রাইস
সে.মি. ১৪ ক্যালভিন ফিলিপস
রা.উ. ২০ ফিল ফোডেন ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
অ্যা.মি. ১৯ ম্যাসন মাউন্ট
লে.উ. ১০ রাহিম স্টার্লিং
সে.ফ. হ্যারি কেন (অধি:) ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
বদলি খেলোয়াড়:
জ্যাক গ্রিলিশ ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
১১ মার্কাস রাশফোর্ড ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
ম্যানেজার:
ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট
গো ডেভিড মার্শাল
সে.ব্যা. স্কট ম্যাকটমিনে
সে.ব্যা. গ্র্যান্ট হ্যানলি
সে.ব্যা. কিরান টিয়ার্নি
ডি.মি. ২৩ বিলি গিলমোর ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
রা.মি. স্টিফেন ও'ডোনেল হলুদ কার্ড ৮৭'
সে.মি. জন ম্যাকগিন হলুদ কার্ড ১৫'
সে.মি. কলাম ম্যাকগ্রেগর
লে.মি. অ্যান্ড্রু রবার্টসন (অধি:)
সে.ফ. লিন্ডন ডাইকস
সে.ফ. ১০ শে অ্যাডামস ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
বদলি খেলোয়াড়:
১৭ স্টুয়ার্ট আর্মস্ট্রং ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
১৯ কেভিন নিসবেট ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ম্যানেজার:
স্কটল্যান্ড স্টিভ ক্লার্ক

ম্যান অব দ্য ম্যাচ:
বিলি গিলমোর (স্কটল্যান্ড)[]

সহকারী রেফারি:[১২]
পাউ সেব্রিয়ান দেভিস (স্পেন)
রোবের্তো দিয়াস পেরেস দেল পালোমার (স্পেন)
চতুর্থ রেফারি:
জুনেয়ত চাকের (তুরস্ক)
সংরক্ষিত সহকারী রেফারি:
বাহাত্তিন দুরান (তুরস্ক)
ভিডিও সহকারী রেফারি:
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে মারিয়া সানচেস মার্তিনেস (স্পেন)
ফিলিপ্পো মেলি (ইতালি)
পাওলো ভালেরি (ইতালি)

ক্রোয়েশিয়া বনাম স্কটল্যান্ড

ক্রোয়েশিয়া[১৪]
স্কটল্যান্ড[১৪]
গো দোমিনিক লিভাকোভিচ
রা.ব্যা. ২২ ইয়োসিপ ইয়ুরানোভিচ
সে.ব্যা. দেয়ান লোভরেন হলুদ কার্ড ২৬'
সে.ব্যা. ২১ দোমাগোয় ভিদা
লে.ব্যা. ২৫ ইয়োশকো গভারদিয়ল ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
সে.মি. মাতেও কোভাচিচ
সে.মি. ১১ মার্ৎসেলো ব্রোজোভিচ
রা.উ. ইভান পেরিশিচ ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
অ্যা.মি. ১০ লুকা মদরিচ (অধি:)
লে.উ. ১৩ নিকোলা ভ্লাশিচ ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
সে.ফ. ২০ ব্রুনো পেতকোভিচ ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
বদলি খেলোয়াড়:
আন্দ্রেই ক্রামারিচ ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
বোর্না বারিশিচ ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
২৬ লুকা ইভানুশেৎস ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
১৭ আন্তে রেবিচ ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
ম্যানেজার:
ক্রোয়েশিয়া জ্লাৎকো দালিচ
গো ডেভিড মার্শাল
সে.ব্যা. স্কট ম্যাকটমিনে
সে.ব্যা. গ্র্যান্ট হ্যানলি ৩৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩৩'
সে.ব্যা. কিরান টিয়ার্নি
রা.উ.ব্যা. স্টিফেন ও'ডোনেল ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
লে.উ.ব্যা. অ্যান্ড্রু রবার্টসন (অধি:)
ডি.মি. জন ম্যাকগিন
অ্যা.মি. ১৭ স্টুয়ার্ট আর্মস্ট্রং ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
অ্যা.মি. কলাম ম্যাকগ্রেগর
সে.ফ. লিন্ডন ডাইকস
সে.ফ. ১০ শে অ্যাডামস ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
বদলি খেলোয়াড়:
২৬ স্কট ম্যাককেনা হলুদ কার্ড ৩৪' ৩৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩৩'
২০ রায়ান ফেজার ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
১৯ কেভিন নিসবেট ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
২২ নাথান প্যাটারসন ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
ম্যানেজার:
স্কটল্যান্ড স্টিভ ক্লার্ক

ম্যান অব দ্য ম্যাচ:
নিকোলা ভ্লাশিচ (ক্রোয়েশিয়া)[]

সহকারী রেফারি:[১৪]
হুয়ান পাবলো বেলাত্তি (আর্জেন্টিনা)
দিয়েগো বোনফা (আর্জেন্টিনা)
চতুর্থ রেফারি:
বার্তোশ ফ্রানকোভস্কি (পোল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
মারৎসিন বোনিয়েক (পোল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে মারিয়া সানচেস মার্তিনেস (স্পেন)
ইনিয়িগো প্রিয়েতো লোপেস দে সেরাইন (স্পেন)
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)

চেক প্রজাতন্ত্র বনাম ইংল্যান্ড

চেক প্রজাতন্ত্র[১৬]
ইংল্যান্ড[১৬]
গো তোমাশ ভাৎসলিক
রা.ব্যা. ভ্লাদিমির সুফাল
সে.ব্যা. ওন্দ্রেই চেলুস্তকা
সে.ব্যা. তোমাশ কালাস
লে.ব্যা. ১৮ ইয়ান বোরিল হলুদ কার্ড ৬১'
সে.মি. তোমাশ হোলেশ ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
সে.মি. ১৫ তোমাশ সুচেক
রা.উ. ১২ লুকাশ মাসোপুস্ত ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
অ্যা.মি. ভ্লাদিমির দারিদা (অধি:) ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
লে.উ. ১৪ ইয়াকুব ইয়াঙ্কতো ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. ১০ পাত্রিক শিক ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
বদলি খেলোয়াড়:
১৩ পেত্র শেভচিক ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
২১ আলেক্স ক্রাল ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
১৯ আদাম হলোজেক ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
২৪ তোমাশ পেকহার্ত ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
২০ মাতেই ভিদ্রা ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
ম্যানেজার:
চেক প্রজাতন্ত্র ইয়ারোস্লাভ শিলহাভি
গো জর্ডান পিকফোর্ড
রা.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
সে.ব্যা. হ্যারি ম্যাগুয়ার
লে.ব্যা. লুক শ
সে.মি. ১৪ ক্যালভিন ফিলিপস
সে.মি. ডেকলান রাইস ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
রা.উ. ২৫ বুকায়ো সাকা ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
অ্যা.মি. জ্যাক গ্রিলিশ ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
লে.উ. ১০ রাহিম স্টার্লিং ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.ফ. হ্যারি কেন (অধি:)
বদলি খেলোয়াড়:
জর্ডান হেন্ডারসন ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১১ মার্কাস রাশফোর্ড ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
২৬ জুড বেলিংহ্যাম ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
১৫ টাইরন মিংস ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
১৭ জেডন সানচো ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
ম্যানেজার:
ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট

ম্যান অব দ্য ম্যাচ:
বুকায়ো সাকা (ইংল্যান্ড)[]

সহকারী রেফারি:[১৬]
রুই তাভারেস (পর্তুগাল)
পাওলো সোয়ারেস (পর্তুগাল)
চতুর্থ রেফারি:
স্রদান ইয়োভানোভিচ (সার্বিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
উরোশ স্তোয়কোভিচ (সার্বিয়া)
ভিডিও সহকারী রেফারি:
জোয়াও পিনেইরো (পর্তুগাল)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পাওলো ভালেরি (ইতালি)
ফিলিপ্পো মেলি (ইতালি)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

শাস্তিমূলক পয়েন্ট

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[]

  • হলুদ কার্ড = ১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = ৩ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 ইংল্যান্ড −১
 স্কটল্যান্ড −৩
 চেক প্রজাতন্ত্র −৪
 ক্রোয়েশিয়া −৫

তথ্যসূত্র

  1. "UEFA Euro 2020: 2021 match schedule" [উয়েফা ইউরো ২০২০: ২০২১-এর ম্যাচের সময়সূচী] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১ 
  2. "UEFA Euro 2020 Group D: England, Croatia, Scotland, Czech Republic" [উয়েফা ইউরো ২০২০ গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র]। UEFA.com। ২০২১-০১-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১ 
  3. "Regulations of the UEFA European Football Championship 2018–20" [উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮–২০-এর নিয়ম]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ৯ মার্চ ২০১৮। ১১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১ 
  4. "Full Time Summary – England v Croatia" [ম্যাচের সারাংশ – ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১ 
  5. "Tactical Line-ups – England v Croatia" [ম্যাচের লাইন-আপ – ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১ 
  6. "Every EURO 2020 Star of the Match" [উয়েফা ইউরো ২০২০-এর সকল ম্যাচের সেরা খেলোয়াড়]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  7. "Full Time Summary – Scotland v Czech Republic" [ম্যাচের সারাংশ – স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  8. "Tactical Line-ups – Scotland v Czech Republic" [ম্যাচের লাইন-আপ – স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  9. "Full Time Summary – Croatia v Czech Republic" [ম্যাচের সারাংশ – ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্র] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  10. "Tactical Line-ups – Croatia v Czech Republic" [ম্যাচের লাইন-আপ – ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্র] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  11. "Full Time Summary – England v Scotland" [ম্যাচের সারাংশ – ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  12. "Tactical Line-ups – England v Scotland" [ম্যাচের লাইন-আপ – ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  13. "Full Time Summary – Croatia v Scotland" [ম্যাচের সারাংশ – ক্রোয়েশিয়া বনাম স্কটল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  14. "Tactical Line-ups – Croatia v Scotland" [ম্যাচের লাইন-আপ – ক্রোয়েশিয়া বনাম স্কটল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  15. "Full Time Summary – Czech Republic v England" [ম্যাচের সারাংশ – চেক প্রজাতন্ত্র বনাম ইংল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  16. "Tactical Line-ups – Czech Republic v England" [ম্যাচের লাইন-আপ – চেক প্রজাতন্ত্র বনাম ইংল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!