উদয়ন এক্সপ্রেস |
---|
|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
---|
অবস্থা | পরিচালিত হচ্ছে |
---|
প্রথম পরিষেবা | ১৬ মে ১৯৮৮; ৩৬ বছর আগে (16 May 1988) |
---|
বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
---|
|
শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
---|
বিরতি | ( ৭২৩* ৯টি এবং ৭২৪* ১০টি স্টেশনে) |
---|
শেষ | সিলেট রেলওয়ে স্টেশন |
---|
ভ্রমণ দূরত্ব | ৩৭৭ কিলোমিটার (২৩৪ মাইল) |
---|
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা ৩০ মিনিট |
---|
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন |
---|
রেল নং | ৭২৩/৭২৪ |
---|
|
শ্রেণী | শোভন চেয়ার, এসি চেয়ার, এসি বার্থ |
---|
আসন বিন্যাস | আছে |
---|
ঘুমানোর ব্যবস্থা | আছে |
---|
খাদ্য সুবিধা | আছে |
---|
বিনোদন সুবিধা | আছে |
---|
মালপত্রের সুবিধা | আছে |
---|
|
গাড়িসম্ভার | ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক ১৪ টি পিটি ইনকা কোচ নিয়ে উদয়ন এক্সপ্রেস চলাচল করে।
২ টি গার্ড ব্রেক+খাবার গাড়ি+শোভন চেয়ার,
২ টি এসি চেয়ার,
১ টি পাওয়ার কার,
১ টি এসি কেবিন ও ৮ টি শোভন চেয়ার। |
---|
ট্র্যাক গেজ | মিটারগেজ |
---|
রক্ষণাবেক্ষণ | চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশন |
---|
রেক ভাগকরণ | পাহাড়িকা এক্সপ্রেস |
---|
উদয়ন এক্সপ্রেস (ট্রেন নং- ৭২৩/৭২৪) বাংলাদেশ রেলওয়ের অধীনে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি বর্তমানে ইন্দোনেশিয়া থেকে আগত এমজি পিটি ইনকা কোচ দ্বারা চলাচল করে।[১] এটি চট্টগ্রাম সিলেট রুটে ২য় আন্তঃনগর হিসেবে চালু হয় উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেস ১৬ই মে ১৯৮৮ খ্রিষ্টাব্দে উদ্বোধন হয়। উদয়ন এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস চলাচল করে।[২][৩][৪][৫][৬][৭][৮]
সময়সূচী
(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
ট্রেন
নং
|
উৎস
|
প্রস্থান
|
গন্তব্য
|
প্রবেশ
|
সাপ্তাহিক
ছুটি
|
৭২৩
|
চট্টগ্রাম
|
২১:৪৫
|
সিলেট
|
০৬:০০
|
শনিবার
|
৭২৪
|
সিলেট
|
২০:৪০
|
চট্টগ্রাম
|
০৫:০০
|
রবিবার
|
যাত্রাবিরতি
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
তথ্যসূত্র
|
---|
আন্তঃনগর | |
---|
অন্যান্য | |
---|
আন্তর্জাতিক | |
---|