কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক ট্রেনটি চালু করেছে। ট্রেনটি কুমিল্লা-ঢাকা রেলপথের ১৬টি স্টেশনে যাত্রাবিরতি করবে। সকাল সাড়ে ১১টায় আখাউড়া রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।[৩]
যাত্রাপথ
কুমিল্লা কমিউটার কুমিল্লা> আখাউড়া> ভৈরব বাজার> নরসিংদী> গাজীপুর> ঢাকা মিটারগেজ রেলপথে চলাচল করত।