Share to: share facebook share twitter share wa share telegram print page

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
ইবি কেন্দ্রীয় মসজিদ
মসজিদের সামনের দৃশ্য
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাকুষ্টিয়া জেলা
অবস্থান
অবস্থানইবি ক্যাম্পাস
দেশ বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৩′২২″ উত্তর ৮৯°০৮′৫৭″ পূর্ব / ২৩.৭২২৮৮২৫° উত্তর ৮৯.১৪৯২৮৫৪° পূর্ব / 23.7228825; 89.1492854
স্থাপত্য
অর্থায়নে
প্রতিষ্ঠার তারিখ১৯৯৪; ৩১ বছর আগে (1994)
সম্পূর্ণ হয়২০১৭; ৮ বছর আগে (2017)
বিনির্দেশ
ধারণক্ষমতা১৭,০০০ জন
গম্বুজসমূহ১৪টি
গম্বুজের উচ্চতা (বাহিরে)১৫০ ফুট
স্থানের এলাকা৫.৫৬ একর (২২,৫০০ বর্গমিটার)

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের অন্যতম বৃহত্তম নির্মাণাধীন একটি মসজিদ[] এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা স্বরুপ নির্মাণ করা হয়েছে। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মসজিদ ও যে কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সবচেয়ে বৃহত্তম মসজিদ।[][] নির্মাণ কাজ সম্পূর্ণ হলে মসজিদটিতে একসাথে ১৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। ইউএনবি সংবাদ সংস্থা উল্লেখ করেছে মসজিদটির নকশা অনুযায়ী কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মসজিদ বলে বিবেচিত হবে।[]

ইতিহাস

১৯৯৪ সালের দিকে মসজিদটির নির্মাণকাজ শুরু করা হয়। প্রথম দিকে নির্মাণ কাজে সরকার অর্থায়ন শুরু করে, তবে মসজিদের বৃহৎ প্রকল্প দেখে সহযোগিতার জন্য বিদেশ থেকে অনুদান আসতে শুরু করে। এরপরে বিদেশী অর্থই মসজিদের নির্মাণের মূল চালিকা শক্তি হয়ে পরে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মসজিদের জন্য বরাদ্দকৃত টাকা ভিন্ন খাতে ব্যয় করে। এছাড়াও মসজিদের জন্য প্রেরিত টাকা সঠিকভাবে কাজে না লাগানো ও দুর্নীতির অভিযোগ উঠে। এরফলে বিদেশি প্রতিষ্ঠান অর্থ পাঠানো বন্ধ করে দেয় এবং পাঠানো অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা করে। এর ফলে নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি হয়।

২০০৪ সালে সরকারি অনুদানের উপর ভিত্তি করেই ৩৬ শতাংশ কাজ শেষ হলে তৎকালীন ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসাইন শাহজাহান মসজিদটি উদ্বোধন করেন এবং নামাজের জন্য উন্মুক্ত করে দেন। এরপরের ১৩ বছর আর কোন নির্মাণ কাজ চলেনি। এরপরে ২০১৭ সালে উপাচার্য রাশিদ আসকারীর সময় দুই ধাপে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে কিছু সম্পন্ন হয়।[][]

২০২৩ সালের ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ফেসবুক পেজ থেকে মসজিদের ছবি পোস্ট ও মসজিদের বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করা হয়।[][]

গঠন ও কাঠামো

ক্যাম্পাসের ২.২৫ হেক্টর স্থান জুড়ে নির্মাণ হবে মসজিদটি। মসজিদটি চারতলা বিশিষ্ট বর্গাকৃতির সিরামিক ও শ্বেতপাথরে নির্মিত হয়েছে। মসজিদের গায়ে সূর্যের আলোয় দিনের বেলায় উজ্জ্বল আভা ছড়িয়ে থাকে। মসজিদের গ্রাউন্ড ফ্লোরের আয়তন ৫১ হাজার বর্গফুট। চারতলা বিশিষ্ট মসজিদের মূল অংশে মোট সাত হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এছাড়া মসজিদের সামনের অংশের পেডমেন্টে আরো ১০ হাজার মুস্ললি নামাজ পড়তে পারবে। মসজিদের সামনের অংশে রয়েছে ৯০ ফুট উচ্চতা বিশিষ্ট গম্বুজ রয়েছে। বর্তমানে মসজিদে ছোট-বড় ১৪টি গম্বুজ রয়েছে।

এছাড়া মসজিদের চারপাশে চারটি মিনার স্থাপিত হবে। যার প্রতিটির উচ্চতা হবে ১৫০ ফুট। এছাড়াও মসজিদের তিনপাশ দিয়েই প্রবেশ পথ থাকবে। প্রতিটি প্রবেশপথে একটি করে গম্বুজ নির্মিত হবে। ক্যাম্পাসের প্রতিটি অনুষদ ভবন থেকে মসজিদে আসার জন্য রয়েছে প্রশস্ত পথ রয়েছে। এছাড়াও মসজিদের নিচতলায় একটি লাইব্রেরি ও রিসার্স সেন্টারের প্রস্তাবনা রয়েছে। মসজিদের এ সমস্ত কাজ সম্পন্ন করতে আরো ৫০ কোটি টাকা প্রয়োজন হবে বলে ধারণা করা হয়। মসজিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার মোট আয়তন ৭ হাজার ১০০ বর্গমিটার, মসজিদের দোতলায় ৩৩০০ জন, তিন তলায় ৮০০ জন ও চার তলায় ২৫০০ জন মোট ৬৫০০ এর অধিক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে।

খতিব

ইবি কেন্দ্রীয় মসজিদে একজন ইমাম থাকেন, তিনিই পাচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারে জুমার নামাজ পড়ানোর দায়িত্বে থাকেন।

  • আ স ম শোয়াইব আহমদ (১৯৯৭ - ২০২৩), সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।[][]

সুযোগ-সুবিধা

কেন্দ্রীয় মসজিদে নামাজের পাশাপাশি আরো কিছু সহকার্যক্রম রয়েছে, যেমনঃ ইসলামী গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র, ইসলামী ব্যাংক, কর্মচারীদের জন্য ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয় প্রেস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্যদ দোতলায় নামাজ পড়বার ব্যবস্থা রয়েছে।

গ্যালারি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. হুমায়ুন কবির জীবন। "স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ইবির কেন্দ্রীয় মসজিদ"unb.com.bd (bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৩ 
  2. "দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ"Kushtia 24 (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-২৬। ২০২৩-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৩ 
  3. "একসঙ্গে ১৭ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন ইবির মসজিদে"banglanews24.com। ২০২১-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৩ 
  4. "২৬ বছর পর পূর্ণতা পাচ্ছে ইবি'র কেন্দ্রীয় মসজিদ"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৩ 
  5. "ইবির কেন্দ্রীয় মসজিদের ছবি যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে"জাগো নিউজ২৪। ২১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "ইবির কেন্দ্রীয় মসজিদের প্রশংসা আমেরিকান দূতাবাসের পেজে | ক্যাম্পাস"Risingbd Online। ২১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১১ 
  7. ইবি, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক (২০২৩-০৬-১১)। "সড়ক দুর্ঘটনায় আহত ইবির কেন্দ্রীয় মসজিদের ইমামের মৃত্যু"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১১ 
  8. "না ফেরার দেশে ইবি কেন্দ্রীয় মসজিদ ইমাম"দৈনিক ইনকিলাব। ১১ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১১ 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya