ইসলাম ও শান্তি

আরবি শব্দদ্বয় সালাম (আরবি: سلام; যার অর্থ আত্মসমর্ণ

ইসলাম একটি আব্রাহামীয় বা ইব্রাহিমীয় একেশ্বরবাদী ধর্ম[] আরবিতে "সিলম" শব্দটির অর্থ ইসলাম যার অর্থ স্রষ্টার নিকট আত্মসমর্পণ করে ইসলামে প্রবেশ করা"। একটি ইসলামি ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তিগত অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে।[]

কুরআন অনুযায়ী আদর্শ সমাজ হলো দারুল ইসলাম, যার আক্ষরিক অর্থ, "ইসলামের দেশ" দারুল হারব হল বিধর্মীদের দেশ বা যুদ্ধের দেশ। আল্লাহের আদেশ মুসলমানেরা দারুল হারবকে ধীরে ধীরে দারুল ইসলামে রূপান্তরিত করেবে এবং আল্লাহের 'ইসলামের ঘরে' বিধর্মীদের আমন্ত্রণ জানানো এবং সকল বিধর্মীদের ইসলামের পথে পরিচালিত করা এবং কাফেরদের হত্যা করা।[]

ইবনে হাজার আল হায়তামির মতে, এমন একটি যুগ হবে যেখানে মানবতার মধ্যে ন্যায়বিচার, প্রচুর, প্রাচুর্য, কল্যাণ, নিরাপত্তা, শান্তি এবং ভ্রাতৃত্ব বিরাজ করবে এবং যে সময়ে মানুষ ভালবাসা, আত্মত্যাগ, সহনশীলতা, করুণা এবং আনুগত্য অনুভব করবে। মুহাম্মাদ বলেছিলেন[তথ্যসূত্র প্রয়োজন] যে এই মহিমান্বিত সময়টি মাহদীর মধ্যস্থতার মাধ্যমে অভিজ্ঞতা লাভ করবে, যারা বিশৃঙ্খলা, অন্যায় এবং নৈতিক পতন থেকে বিশ্বকে বাঁচাতে শেষ সময়ে আসবে। তিনি ইসলাম ছাড়া সকল মতবাদকে নির্মূল করবেন এবং মুসলমানদের প্রচলিত অন্যায়ের অবসান ঘটাবেন। এছাড়াও তিনি মুহাম্মদের যুগের মতো করে ধর্মকে গড়ে তুলবেন, কুরআনের নৈতিক শিক্ষা মানবতার মধ্যে বিরাজ করাবেন এবং সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Harper, Douglas। "Islam"Online Etymology Dictionary। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২২ 
  2. "What Does "Islam" Mean?"Classical Arabic (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০২০। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০ 
  3. [কুরআন ১০:২৫]
  4. ইবনে হাজার আল হায়তামি, আল-কাওল আল-মুখতাসির ফি আলামাত আল-মাহদি আল-মুনতাযার, পৃষ্ঠা: ২৩, ৩৪, ৪৪, ৫০

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!