Share to: share facebook share twitter share wa share telegram print page

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা
অন্যান্য নাম
ঢাকা আই.এইচ.টি
ধরনসরকারি
স্থাপিত১৯৬৩
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫০+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১০+
শিক্ষার্থী২০০০+
ঠিকানা
মহাখালী , ঢাকা
, ,
অধিভুক্তিফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ, স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ
ওয়েবসাইট[https://iht.dhaka.gov.bd/ https://ihtdhaka.gov.bd]

}} ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা বা সংক্ষেপে ঢাকা আই.এইচ.টি [] বাংলাদেশ সরকারের একটি সরকারি মেডিক্যাল টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠান, যা ঢাকার মোহাখালী এলাকায় অবস্থিত। এখানে মেডিকেল টেকনোলজির বিভিন্ন শাখায় ডিপ্লোমা ও বি.এসসি কোর্স চালু রয়েছে।

ইতিহাস

এই প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এটি "প্যারামেডিক্যাল ইনস্টিটিউট" নামে পরিচিত ছিল এবং শুধুমাত্র স্যানিটারি ইন্সপেক্টরশিপ ট্রেনিং (SIT) কোর্স চালু ছিল, যেখানে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন শাখা ও কোর্স চালু করে এটি দেশের অন্যতম প্রধান স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

শিক্ষাক্রম

ডিপ্লোমা কোর্সসমূহ

  • স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ এর অধীনে:

ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি

    • ল্যাবরেটরি মেডিসিন
    • স্যানিটারি ইন্সপেকশন
    • ডেন্টিস্ট্রি
    • ফিজিওথেরাপি
    • রেডিওলজি ও ইমেজিং
    • রেডিওথেরাপি
    • অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট
    • ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট
  • বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এর অধীনে:
    • ফার্মেসিতে ডিপ্লোমা (ডিপ্লোমা ইন ফার্মেসি)

বি.এসসি কোর্সসমূহ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে:
    • ল্যাবরেটরি মেডিসিনে বিএসসি
    • রেডিওলজি ও ইমেজিং-এ বিএসসি
    • ফিজিওথেরাপিতে বিএসসি


অনুমোদন

ডিপ্লোমা কোর্সগুলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ অনুমোদিত, এবং বি.এসসি কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদের অধীনে পরিচালিত হয়।

সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক ল্যাব, লাইব্রেরি, ছাত্রাবাস এবং প্রশিক্ষণের জন্য সরকারি হাসপাতালের সঙ্গে যৌথ সহযোগিতা।

উল্লেখযোগ্য কার্যক্রম

ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম ও গবেষণাভিত্তিক উপস্থাপনা পরিচালনা করে থাকেন।

তথ্যসূত্র

  1. "Institute Of Health Technology, Dhaka."IHT MATS Nursing ADMISSION Circular 2021-2022 (ইংরেজি ভাষায়)। ২০২২-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৮ 

বহিঃসংযোগ

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya