আলমগীর কবির (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৮) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী এবং নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩][৪]
জন্ম ও প্রাথমিক জীবন
আলমগীর কবির ১ জানুয়ারি ১৯৪৮ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।[৫]
রাজনৈতিক ও কর্মজীবন
আলমগীর কবির খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৬]
তিনি ১৯৯১ সনে জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন।[১] এরপর তিনি একই আসন থেকে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪] ২০১৮ সালের নির্বাচনে একই আসন থেকে তিনি ইসরাফিল আলমের কাছে পরাজিত হয়েছিলেন।[৭][৮]
বিতর্ক
আলমগীর কবিরের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায়র অভিযোগে ২০০৭ সালে মামলা করা হয়েছিল।[৯]
আরও দেখুন
তথ্যসূত্র