আলফ্রেদো ফ্রান্সে|
জন্ম |
(১৮৯৫-১০-২৯)২৯ অক্টোবর ১৮৯৫ |
---|
জন্ম স্থান |
চিলি |
---|
মৃত্যু |
১৭ মার্চ ১৯৩৮(1938-03-17) (বয়স ৪২) |
---|
মৃত্যুর স্থান |
চিলি |
---|
মাঠে অবস্থান |
আক্রমণভাগের খেলোয়াড় |
---|
আলফ্রেদো ফ্রান্সে (স্পেনীয়: Alfredo France, স্পেনীয় উচ্চারণ: [alfɾˈeðo fɾˈanθe]; ২৯ অক্টোবর ১৮৯৫ – ১৭ মার্চ ১৯৩৮) একজন চিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় এস্ত্রেয়া দেল মার এবং চিলি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।
ফ্রান্সে ১৯১৬ সালে চিলির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; চিলির জার্সি গায়ে ১৯২০ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১০ ম্যাচে ২টি গোল করেছিলেন। তিনি চিলির হয়ে সর্বমোট তিনটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৯ এবং ১৯২০) অংশগ্রহণ করেছিলেন।
আন্তর্জাতিক ফুটবল
ফ্রান্সে কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চিলির জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]
ব্যক্তিগত জীবন
আলফ্রেদো ফ্রান্সে ১৮৯৫ সালের ২৯শে অক্টোবর তারিখে চিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৩৮ সালের ১৭ই মার্চ তারিখে, চিলিতে ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
চিলি |
১৯১৬ |
৪ |
১
|
১৯১৯ |
৩ |
১
|
১৯২০ |
৩ |
০
|
সর্বমোট |
১০ |
২
|
তথ্যসূত্র
- ↑ "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Chile - Squad" [চিলি - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ