আল-ফয়সালি স্পোর্টস ক্লাব (আরবি: نادي الفيصلي الرياضي) হল জর্ডানের আম্মান শহরভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। ১৯৩২-এ প্রতিষ্ঠিত ক্লাবটি জর্ডানীয় পেশাদার লিগে নিয়মিত অংশগ্রহণ করে।
দলটি মোট ৮৪টি শিরোপা জয়লাভ করেছে, যার মধ্যে ৩৫টি পেশাদার লিগ শিরোপা, ২১টি জর্ডান এফএ কাপ, ৯টি জর্ডান এফএ শিল্ড ও ১৭টি জর্ডান সুপার কাপ রয়েছে। প্রতিটি প্রতিযোগিতাতেই যা রেকর্ড। এছাড়া দলটি ২ বারের এএফসি কাপ চ্যাম্পিয়ন। তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো আল-ওয়েহদাত স্পোর্টস ক্লাব, দুই দলের মধ্যকার খেলা জর্ডান ডার্বি নামে পরিচিত।