আর্মেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আর্মেনীয়: Հայաստանի Ֆուտբոլի Ֆեդերացիա, ইংরেজি: Football Federation of Armenia; এছাড়াও সংক্ষেপে এফএফএ নামে পরিচিত) হচ্ছে আর্মেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯২ সালের ১৮ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছর সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত।
এই সংস্থাটি আর্মেনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আর্মেনীয় প্রিমিয়ার লীগ, আর্মেনীয় প্রথম লীগ, আর্মেনীয় কাপ, এবং আর্মেনীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। এফএফএকে গোল কর্মসূচির অভ্যন্তরে ফিফার দ্বারা সিন্থেটিক ফুটবল টার্ফ পিচ দেওয়া হয়েছিল।[২] বর্তমানে আর্মেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আর্মেন মেলিকবেকেয়ান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আর্তুর আজারিয়ান।
কর্মকর্তা
- ৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান |
নাম
|
সভাপতি |
আর্মেন মেলিকবেকেয়ান
|
সহ-সভাপতি |
আর্মেন নিকোঘোসিয়ান
|
সাধারণ সম্পাদক |
আর্তুর আজারিয়ান
|
কোষাধ্যক্ষ |
গাগিক রেচেলিয়ান
|
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক |
জর্জি মাতেভোসিয়ান
|
প্রযুক্তিগত পরিচালক |
গিনেস মেলেন্দেজ
|
ফুটসাল সমন্বয়কারী |
খোরেন জারগারিয়ান
|
জাতীয় দলের কোচ (পুরুষ) |
হোয়াকিন কাপারোস
|
জাতীয় দলের কোচ (নারী) |
মানুক সারগসিয়ান
|
রেফারি সমন্বয়কারী |
স্লাভিক ঘাজারিয়ান
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ