আরব জাতীয়তাবাদ

আরব বিদ্রোহেরপতাকা. এটি আরব জাতীয়তাবাদের একটি জনপ্রিয় প্রতীক। অনেক আরব রাষ্ট্রের পতাকা এটির আদলে নকশা করা হয়েছে।

আরব জাতীয়তাবাদ (আরবি: القومية العربية al-Qawmiyya al-`arabiyya) হল আরব সভ্যতার মহিমা ধারণকারী একটি জাতীয়তাবাদী আদর্শ। এই আদর্শ আরব বিশ্বের রাজনৈতিক ঐক্যের ডাক দেয়।[] আটলান্টিক মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত আরব অধ্যুষিত অঞ্চল এর মূল আলোচ্য স্থান।[][] আরব জাতীয়তাবাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য হল আরব বিশ্ব থেকে পশ্চিমা আধিপত্য দূরীভূত করা। ২০ শতকের প্রথমভাগে উসমানীয় খিলাফতের নাজুক অবস্থার সময় থেকে এর উত্থান হয় এবং ছয় দিনের যুদ্ধে আরব সেনাবাহিনীর পরাজয়ের পর থেকে এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে।[][]

আরব জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ নেতা ও দলের মধ্যে রয়েছেন মিশরের নেতা জামাল আবদেল নাসের, আরব ন্যাশনালিস্ট মুভমেন্ট, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, আরব সোশ্যালিস্ট বাথ পার্টি যা ইরাকে ক্ষমতা লাভ করেছিল ও পরে সিরিয়ায় ক্ষমতায় আসে এবং এর নেতা মিশেল আফলাকপ্যান আরবিজম আরব জাতীয়তাবাদের সাথে সম্পর্কিত মতবাদ।

গুরুত্বপূর্ণ আরব জাতীয়তাবাদীগণ

চিন্তাবিদ

জাতীয় নেতা

.আলী আব্দুল্লাহ সালেহ (ইয়েমানের রাষ্ট্রপতি)

তথ্যসূত্র

  1. "Requiem for Arab Nationalism" by Adeed Dawisha, Middle East Quarterly, Winter 2003
  2. Charles Smith, The Arab-Israeli Conflict, in International Relations in the Middle East by Louise Fawcett, p. 220.
  3. Sela, 151

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!