আমিনুল ইসলাম (জন্ম: ৬ নভেম্বর ১৯৯৯) একজন বাংলাদেশী ক্রিকেটার।[১]
১১ ই ফেব্রুয়ারি ২০১৮ সালে ২০১৭-১৮ ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রিকেট দলের হয়ে তিনি লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন।[২] লিস্ট এ ক্রিকেট তালিকয় অভিষেকের আগে তিনি ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন। [৩] তিনি ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন।[৪]
তিনি ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টুর্নামেন্টে ১৩ ম্যাচে ৪৪০ রান নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক ছিলেন।[৫] আগস্ট ২০১৯ সালে, তিনি বাংলাদেশের ২০১৯-২০ মৌসুমের আগে একটি প্রশিক্ষণ শিবিরে ৩৫ জন ক্রিকেটারের একজন হিসেবে ডাক পান।
২০১৯ সালের সেপ্টেম্বরে, তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পান। তাকে ২০১৯-২০ বাংলাদেশ ত্রি-জাতির সিরিজের সর্বশেষ দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য দলে যুক্ত করা হয়। ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি -২০ তে তার অভিষেক হয়। ২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে বাংলাদেশ দলের টি২০আই স্কোয়াডে খেলার জন্য নির্বাচিত হন।[৬] ৩ নভেম্বর ২০১৯ তারিখে ভারতের বিপরীতে ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।[৭]