আবু জাফর ইবনে হারুন আল তুরজালি

আবু জাফর ইবনে হারুন আল তুরজালি (মৃত্যু আনুমানিক ১১৮০) ট্রুজিলোতে একটি মুলাদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কর্ডো‌বায় শিক্ষাগ্রহণ করেন। এরপর আন্দালুসের সেভিলে আলমোরাভিদের অধীনে চিকিৎসক হিসেবে যোগ দেন। দর্শন বিষয়ে তার মেধা ছিল। চিকিৎসাবিজ্ঞানের মূলনীতি ও শাখা বিষয়ে তিনি গভীরভাবে পরিচিত ছিলেন। চিকিৎসাক্ষেত্রে তিনি একজন সফল ব্যক্তি ছিলেন। দার্শনিক ইবনে বাজা ও তরুন ইবনে রুশদকে তিনি শিক্ষাপ্রদান করেন।[]

তথ্যসূত্র

  1. "Encyclopaedia of Islamic science and ... - Google Books"। Books.google.com.pk। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!