আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (নেপালি: अन्तर्राष्ट्रिय सम्मेलन केन्द्र, প্রতিবর্ণীকৃত: আন্তরাষ্ট্রীয় সম্মেলন কেন্দ্র; ইংরেজি: International Convention Centre – ICC) মধ্য নেপালের অন্যতম প্রধান সম্মেলন কেন্দ্র, যা দেশটির সংসদ ভবন হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।[২] এটি নেপালের রাজধানী কাঠমান্ডুর বানেশ্বরে অবস্থিত।[৩] নেপালি, চীনা এবং আধুনিক স্থাপত্যশৈশীর সংমিশ্রণে তৈরি এই স্থাপনাটি চীনের তত্ত্বাবধানে নির্মিত হয়। ১৯৯৩ সালে এটি উদ্বোধন করা হয়।[৪] ১২,৫৭৩ বর্গ মিটারের এই সম্মেলন কেন্দ্রে ১০৪৬ টি আসন এবং চার শতাধিক গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে।