আদ্রা দক্ষিণ ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
এখানে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ।
বর্তমানে সর্বোপরি শিক্ষার জন্য সবাই আগ্রহী।
শিক্ষা প্রতিষ্ঠান
পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয়,
পুজকরা ইসলামিয়া কারিগরি মাদ্রাসা,
পুজকরা পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়,
পুজকরা পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়,
ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ,
ভোলাইন বাজার আলিম মাদ্রাসা,
চাটিতলা উচ্চ বিদ্যালয়,
আদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়,
তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বড় তুগুরিয়া বেসরকারি ছাত্র কল্যাণ পরিশোধ,
দারুল উলূম তুগুরিয়া, কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
লাকসাম থেকে নোয়াখালি রাস্তার তুগুরিয়া বাজার আদ্রা দক্ষিণ ইউনিয়নের অন্তর্ভুক্ত।