অল দ্য প্রেসিডেন্ট্স মেন ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন রাজনৈতিক জীবনীনির্ভর নাট্যধর্মী চলচ্চিত্র। এটি তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের অভিশংসিত হওয়ার অন্যতম কারণ ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে নির্মিত। চলচ্চিত্রটি ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের দুই অনুসন্ধানী সাংবাদিক কার্ল বার্নস্টিন ও বব উডওয়ার্ডের ১৯৭৪ সালে একই নামের বাস্তব কাহিনিভিত্তিক বই অবলম্বনে নির্মিত। উইলিয়াম গোল্ডম্যানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যালান জে. পাকুলা।
চলচ্চিত্রটিতে ডাস্টিন হফম্যান বার্নস্টিন এবং রবার্ট রেডফোর্ড উডওয়ার্ড চরিত্রে অভিনয় করেন। রেডফোর্ডের ওয়াইল্ডউড এন্টারপ্রাইজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন ওয়াল্টার কোবলেঞ্জ।
চলচ্চিত্রটি ৮টি বিভাগে একাডেমি পুরস্কার, ৪টি বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং ১০টি বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করে। ২০১০ সালে চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনা করে লাইব্রেরি অব কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।[২][৩]
অল দ্য প্রেসিডেন্ট্স মেন প্রথম সপ্তাহে ৬০৪টি প্রেক্ষাগৃহ থেকে $৭,০১৬,০০১ আয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষস্থান দখল করে।[৪][৫] এটি সবমিলিয়ে বক্স অফিসে $৭০.৬ মিলিয়ন আয় করে।[১]
চলচ্চিত্রটি মুক্তির সময়ে শিকাগো সান-টাইমস-এর রজার ইবার্ট চলচ্চিত্রটিকে ৪-এর মধ্যে ৩+১⁄২ তারকা প্রদান করেন এবং লিখেন "এতে সাংবাদিকতা নিয়ে সবচেয়ে পর্যবেক্ষণধর্মী গবেষণা করা হয়েছে, যা আমরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কখনো দেখিনি। এবং এটি উল্লাস, মানসিক ভ্রম, আত্ম-সন্দেহ, ও সাহসের সংমিশ্রণে সফল হয়েছে যা দ্য ওয়াশিংটন পোস্ট-এর দুই প্রতিবেদককে রাষ্ট্রপতির পিছনে লাগতে অনুমতি দিয়েছে।"[৬] ভ্যারাইটি "বিচক্ষণ পরিচালনা ও লেখনীর" প্রশংসা করে যা নাটকীয়তার কমতিকে পূরণ করেছে।[৭] শিকাগো রিডার-এর ডেভ কার চলচ্চিত্রটির লেখনীর সমালোচনা করেন এবং একে "একগেঁয়ে" ও "ব্যর্থ সম্ভাবনার অধ্যয়ন" বলে আখ্যায়িত করেন।"[৮]
টেমপ্লেট:অ্যালান জে. পাকুলা টেমপ্লেট:উইলিয়াম গোল্ডম্যান টেমপ্লেট:রিচার্ড নিক্সন
টেমপ্লেট:ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র