অপেক্ষা |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | দিলীপ বিশ্বাস |
---|
প্রযোজক | গায়েত্রী বিশ্বাস |
---|
রচয়িতা | দিলীপ বিশ্বাস |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | সত্য সাহা |
---|
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
---|
পরিবেশক | গীতি চিত্রকথা |
---|
মুক্তি | ১৯৮৭ |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
অপেক্ষা ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস এবং প্রযোজনা করেছেন গায়েত্রী বিশ্বাস। গীতি চিত্রকথার ব্যানারে ছবিটি পরিবেশিত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আলমগীর, শাবানা, জাফর ইকবাল, সুচরিতা প্রমুখ।
ছবিটি ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি শাখায় পুরস্কার লাভ করে। আলমগীর শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে,[১] শাবানা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে, দিলীপ বিশ্বাস শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে এবং আমিনুল ইসলাম মিন্টু শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বিভাগে পুরস্কার লাভ করেন।[২]
কুশীলব
সঙ্গীত
অপেক্ষা চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
পুরস্কার
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ