অপরাজিতা: অ্যান আনস্পোকেন রিলেশনশিপ ২০২২ সালের বাংলা চলচ্চিত্র। ছবিটির কাহিনি লিখেছেন ও পরিচালনা রোহন সেন ছবিটি প্রযোজনা করেছেন অমৃতা দে। ছবিতে অভিনয় করেছেন তুহিনা দাস, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবতনু প্রমুখ।[১]