অন্তর্ভুক্তি দিবস (জম্মু ও কাশ্মীর)

অন্তর্ভুক্তি দিবস
পালনকারীজম্মু ও কাশ্মীর, ভারত
তারিখ২৬ অক্টোবর
সংঘটনবার্ষিক

অন্তর্ভুক্তি দিবস ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রতি বছর ২৬শে অক্টোবর তারিখে পালিত একটি ছুটির দিন। ১৯৪৭ খ্রিষ্টাব্দের এই দিনে কাশ্মীর ও জম্মু রাজ্যের শাসক মহারাজা হরি সিং ভারতীয় প্রজাতন্ত্রে যোগদানের জন্য সংযুক্তি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই দিন ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে উৎসব পালন করা হয়ে থাকে।[][]

তথ্যসূত্র

  1. "J-K Accession Day to be celebrated as Diwali: BJP"Rediff। ২০১০-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-৩১ 
  2. "Accession Day to be celebrated as Diwali: BJP"Hindustan Times। ২৫ অক্টোবর ২০১০। ৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!