অন্তরে বাইরে ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। এটি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনার সাথে পরিচালনা করেছেন প্রণব মন্ডল।[১] প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ পৈতান্ডি, বৃষ্টি গুহ, এমএমিক বাগুই ও কৈরাবী সেনগুপ্ত। যা ২০২৪ সালের ১৪ই জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]