সিন্দুরপুর ইউনিয়ন

সিন্দুরপুর
ইউনিয়ন
১নং সিন্দুরপুর ইউনিয়ন পরিষদ
সিন্দুরপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সিন্দুরপুর
সিন্দুরপুর
সিন্দুরপুর বাংলাদেশ-এ অবস্থিত
সিন্দুরপুর
সিন্দুরপুর
বাংলাদেশে সিন্দুরপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯১°১৯′৮″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯১.৩১৮৮৯° পূর্ব / 23.04944; 91.31889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাদাগনভূঞা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯২৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সিন্দুরপুর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

প্রায় ৫৫ হাজার জনসংখ্যা

অবস্থান ও সীমানা

দাগনভূঞা উপজেলার সর্ব-উত্তরে সিন্দুরপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে রাজাপুর ইউনিয়ন; পূর্বে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নশর্শদি ইউনিয়ন; উত্তরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন ও আলকরা ইউনিয়ন, নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নবক্সগঞ্জ ইউনিয়ন এবং পশ্চিমে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নকাদরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সিন্দুরপুর ইউনিয়ন দাগনভূঞা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাগনভূঞা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৭নং নির্বাচনী এলাকা ফেনী-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সিন্দুরপুর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা বর্তমানে আধুনিক ই বলা যায়। প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক সহ মাদ্রাসা শিক্ষায়ও এগিয়ে রয়েছে সিন্দুরপুর ইউনিয়ন। এর পাশাপাশি হেফজ মাদ্রাসাও চালু রয়েছে বেশ কয়েকটি। সুজাতপুর উচ্চ বিদ্যালয় স্থানীয় মাধ্যমিক পরীক্ষার সেন্টার হিসেবেও নির্ধারিত হয়ে থাকে। সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্ররিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন মেধাবৃত্তির আয়োজনে সেন্টার হিসেবে নির্দিষ্ট হয়ে থাকে। আধুনিক মানের শিক্ষা ব্যবস্থার মধ্যে সিন্দুরপুর ইউনিয়ন উক্ত জেলায় অনেকাংশেই এগিয়ে। দরবেশেরহাট পাবলিক কলেজ বেশ কয়েকবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেনী জেলার মধ্যে পাশের হারের দিক দিয়ে প্রথম স্থান দখল করে রাখে।

শিক্ষা প্রতিষ্ঠান

★ কলেজঃ
  • দরবেশের হাট পাবলিক কলেজ।
★ মাদ্রাসাঃ
  • সিন্দুরপুর অদুদিয়া মাদ্রাসা
  • দিলপুর দীনিয়া মাদ্রাসা
  • দিলপুর মহিচুন্নাহ মহিলা মাদ্রাসা
  • দিলপুর এতিমখানা
  • দরবেশের হাট ফাযিল মাদরাসা
  • লক্ষীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  • কৌশল্যা বালিকা দাখিল মাদরাসা।
★ উচ্চ বিদ্যালয়ঃ
  • সুজাতপুর উচ্চ বিদ্যালয়।
  • রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়।
  • সিন্দুরপুর খাজা আহমদ উচ্চ বিদ্যালয়।
★ প্রাথমিক বিদ্যালয়ঃ
  • চুন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কৌশল্যা প্রাথমিক বিদ্যালয়।
  • রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়।
  • সুজাতপুর প্রাথমিক বিদ্যালয়।
  • কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • উত্তর কৌশল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়।
  • সুজাতপুর প্রাথমিক বিদ্যালয়।
  • সিন্দুরপুর মডেল কিন্টার গার্ডেন
  • মেরিট কিন্ডার গার্টেন।

যোগাযোগ ব্যবস্থা

ফেনী মহিপাল থেকে সিএনজিতে করে সিন্দুরপুর ইউনিয়নের যেকোন জায়গায় যাওয়া যায়।

খাল ও নদী

ছোট ফেনী নদী

গ্রাম সমূহ

  • দিলপুর
  • মাছিমপুর
  • কোরবানপুর
  • সুজাতপুর
  • চন্দ্রপুর
  • সত্যপুর
  • নরসতপুর
  • রঘুনাথপুর
  • শরীফপুর
  • সাদেকপুর
  • চুন্দারপুর
  • লক্ষীপুর
  • নারায়ণপুর
  • নোয়াদ্দা
  • বারিকান্দি
  • কৌশল্যা
  • কৈখালী
  • গৌতমখালী

হাট-বাজার

  • দরবেশের হাট বাজার।
  • রঘুনাথপুর বাজার
  • অলাতলি বাজার
  • সিন্দুরপুর বাজার

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান: নুর নবী।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!