মানচিত্র
ফরহাদনগর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
ফরহাদনগর ইউনিয়নের আয়তন ৩৮.৭৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
আদমশুমারী ২০১১ প্রতিবেদন অনুযায়ী ফরহাদনগর ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৪০,০০০ জন।[১]
অবস্থান ও সীমানা
ফেনী সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ফরহাদনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফাজিলপুর ইউনিয়ন; পশ্চিমে লেমুয়া ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে কালিদাস পাহালিয়া নদী, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন; দক্ষিণে ফেনী নদী ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ধুম ইউনিয়ন এবং পূর্বে মুহুরী নদী ও ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ফরহাদনগর ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রাম গুলো হল:
- নৈরাজপুর
- সুলতানপুর
- সুবলপুর
- চর কালিদাস
- দক্ষিণ চর কালিদাস
- কাটা মোবারকঘোনা
- চর লালা
- মধ্যম ফরহাদনগর
- দক্ষিণ ফরহাদনগর
- উত্তর ফরহাদনগর
শিক্ষা ব্যবস্থা
ফরহাদনগর ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
[২]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
[৩][৪]
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- খাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নৈরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটামোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
[৫]
- এবতেদায়ী মাদ্রাসা
- নৈরাজপুর আদর্শ ইবতেদায়ী মাদ্রাসা
- হাজী অহিদুল আলম ইসলামিয়া মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
ফরহাদনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মহিপাল-খাইয়ারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সুপার বাস বা সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
মিয়াজী বাড়ীর খাল
হাট-বাজার
- খাইয়ারা বাজার
- কৃষ্ণ মজুমদার হাট
- ভোর বাজার,দক্ষিণ ফরহাদ নগর
উল্লেখযোগ্য ব্যক্তি
- বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ( বীর প্রতিক)
- ইকবাল হায়দার চৌধুরী- ২০০৯-১০ কর বর্ষে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা।
- বীর মুক্তিযোদ্ধা এটি.এম. আবুল হোসেন কমান্ডার।
- নজরুল ইসলাম বাঙ্গালী (কাষ্টম অফিসার)
[৬]
জনপ্রতিনিধি
★ চেয়ারম্যান - মোশাররফ হোসেন টিপু
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ