সিগেট টেকনোলজি পিএলসি একটি মার্কিন স্টোরেজ কোম্পানি। সিগেট প্রথম ৫.২৫ ইঞ্জি হার্ডডিস্ক তৈরি করে। আশির দশকে তারা মাইক্রোকম্পিউটার বাজারে অন্যতম সরবরাহকারী ছিল। ১৯৯১ সালে তারা ৭২০০ আরপিএম হার্ডডিস্ক তৈরি করে। ২০০৬ সালে তারা ম্যাক্সটর এবং ২০১১ সালে স্যামসাং এর হার্ডডিস্ক এর ব্যবসা কিনে নেয়।