ওয়েস্টার্ন ডিজিটাল কর্পোরেশন পৃথিবীর অন্যতম বৃহত্তম হার্ড ডিস্ক নির্মাতা। প্রতিষ্ঠানটি আগে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করতো। ১৯৭০ সালের ২৩ এপ্রিল এটি স্থাপিত হয়।
ইতিহাস
২০১০
২০১০ সালের অক্টোবরে ওয়েস্টার্ন ডিজিটাল প্রথম ৩ টেরাবাইটের হার্ড ডিস্কের ঘোষণা দেয়
২০১২ সালের জুলাইয়ে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজের জন্য রেড সিরিজের ড্রাইভ বাজারে আনার ঘোষণা দেয়।
প্রধান উদ্ভাবনসমূহ
১৯৭১ : WD1402A, প্রথম সিঙ্গেল চিপ ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার/ট্রান্সমিটার
১৯৭৬ : WD1771, প্রথম সিঙ্গেল চিপ ফ্লপি ডিস্ক কন্ট্রোলার