সারেঙ্গি তিন-তারে নির্মিত ততযন্ত্র।[১] প্রাচীনকাল হতে ভারতবর্ষের ঐতিহ্যবাহী সঙ্গীতে তথা পাঞ্জাবী লোকসঙ্গীত, রাজস্থানি লোকসঙ্গীত, সিন্ধি লোকসঙ্গীত ও বড়ো লোকসঙ্গীত, পাকিস্তান, দক্ষিণ ভারত ও বাংলাদেশে এই যন্ত্রের ব্যবহার হয়ে আসছে।[২]নেপালি সারেঙ্গি একই ধরনের বাদ্যযন্ত্র, কিন্তু তা লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র, অলঙ্কৃত নয় এবং চার-তার সংবলিত।