সাবিলা নূর (জন্ম: ২৭ মে , ১৯৯৫) একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী।[৩] মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন।[৪]
প্রাথমিক জীবন
সাবিলা চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ৩.৯৮ সিজিপিএ নিয়ে ইংরেজীতে অর্নাস সম্পূর্ণ করছেন।[৫][৬]
কর্মজীবন
সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।[৭]
টেলিভিশন নাটক
পুরস্কার ও মনোনয়ন
বছর
|
পুরস্কারের নাম
|
বিভাগ
|
নাটক
|
ফলাফল
|
সূত্র
|
২০১৪
|
মেরিল-প্রথম আলো পুরস্কার
|
সেরা নবীন অভিনয়শিল্পী
|
ইউটার্ন
|
মনোনীত
|
[৯]
|
২০১৯
|
আরটিভি স্টার অ্যাওয়ার্ড
|
১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী - কেন্দ্রীয় চরিত্র
|
উবার
|
মনোনীত
|
[১০]
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ