হৃদয় খান |
---|
জন্ম | (1991-01-03) ৩ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩) ঢাকা, বাংলাদেশ |
---|
উদ্ভব | ঢাকা |
---|
ধরন | চলচ্চিত্র স্কোর, টেকনো, ফিউসন, পপ |
---|
পেশা | সুরকার, গায়ক, রেকর্ড প্রযোজক |
---|
বাদ্যযন্ত্র | কি বোর্ড, কন্ঠ, গীটার প্রভৃতি |
---|
কার্যকাল | ২০০৮–বর্তমান |
---|
|
ওয়েবসাইট | instagram.com/hridoykhanofficial |
---|
হৃদয় খান (জন্ম: ০৩ জানুয়ারি ১৯৯১) একজন বাংলাদেশী গায়ক এবং সুরকার।[১] ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম "হৃদয় মিক্স" প্রকাশিত হয়।[২][৩][৪] তিনি বাংলাদেশের সুরকার। প্রথম অ্যালবাম প্রকাশের পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।[৫]
জন্ম ও পরিচয়
হৃদয় খান ১৯৯১ সালের ০৩ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।[৬] পরিবারে দুই ভাই ও এক বোনের মাঝে হৃদয় বড়।ছোট ভাই প্রত্যয় খান একজন গায়ক,সুরকার ও সংগীত পরিচালক।[৭] মা শেফালী খান ও তার বাবা রিপন খান, যিনি বাংলাদেশের "জিঙ্গেল কিং" নামে পরিচিত। তার দাদা মইনুল ইসলাম খান একজন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক ছিলেন।[৮]
সংগীত জীবন
হৃদয় খানের গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু কিশোর বয়সে। তার দাদা ছিলেন গানের ওস্তাদ। বসার ঘরে ছেলেমেয়েদের তিনি নিয়মিত গান শেখাতেন। সেই পথ ধরে বাবা রিপন খানও হলেন নামকরা সঙ্গীতশিল্পী।[৯] লিটল জুয়েলস স্কুলেই তার পড়াশোনার হাতেখড়ি। ২০০৮ সালে লেজার ভিশন থেকে 'হৃদয় মিক্স' বাজারে আসে। সেই অ্যালবামের কয়েকটি গান তাতে দ্রুত জনপ্রিয় বানিয়ে দেয়। এর পরে তার আরও কয়েকটি অ্যালবাম বের হয়।
ব্যক্তিগত জীবন
হৃদয় খান ২০১০ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এর প্রেমে পরেন। প্রায় তিন বছর প্রেম করার পর ২০১৪ সালের ১ আগস্ট দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ৬ এপ্রিল ২০১৫ সালে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যান।[১০][১১]।
ডিস্কোগ্রাফি
বছর |
শিরোনাম
|
২০০৮ |
হৃদয় মিক্স
|
২০০৯ |
বল না
|
২০১০ |
হৃদয় মিক্স ২
|
২০১১ |
ছোঁয়া
|
২০১৩ |
হৃদয় মিক্স ৩
|
২০১৪ |
ভালো লাগে না[১২]
|
সিনেমা’র গানের অ্যালবাম
পুরস্কার ও মনোনয়ন
- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
বছর
|
বিভাগ
|
মনোনীত কর্ম
|
ফলাফল
|
সূত্র
|
২০১২
|
সেরা গায়ক
|
ছোঁয়া
|
বিজয়ী
|
[১৪]
|
- ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার
বছর
|
বিভাগ
|
মনোনীত কর্ম
|
ফলাফল
|
সূত্র
|
২০১৯
|
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক
|
যদি একদিন
|
বিজয়ী
|
[১৫]
|
তথ্যসূত্র