সমুদ্রবিজ্ঞান

থার্মোহ্যালিন চক্র
দক্ষিণ গোলার্ধের সমুদ্রতাত্ত্বিক সম্মুখ ব্যবস্থা

সমুদ্রবিদ্যা বা সমুদ্রবিজ্ঞান (ইংরেজি: Oceanography বা oceanology বা marine science) ভূবিজ্ঞানের সমুদ্র গবেষণা সংক্রান্ত একটি শাখা, যা গ্রিক শব্দ ὠκεανός অর্থাৎ সাগর এবং γράφω অর্থাৎ লেখা থেকে এসেছে। এই শাখায় সামুদ্রিক গঠনবাস্তুসংস্থান গতিবিজ্ঞান; সমুদ্র তরঙ্গ, ঢেউ ও ভূপদার্থগত তরল গতিবিজ্ঞান; প্লেট টেকটনিক ও সমুদ্র তলদেশের ভূতত্ত্ব; সমুদ্রের মধ্যে ও উপকূলভাগে বিভিন্ন রাসায়নিক ও পদার্থবিদ্যাসংক্রান্ত উপাদানের প্রবাহ ইত্যাদি আলোচিত হয়। এই সকল বিষয় জীববিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, জলবায়ুবিদ্যাপদার্থবিদ্যার মতো বিভিন্ন শাখার সহায়তায় সমুদ্রবিদদের সমুদ্র সম্পর্কে তথ্য আহরণে সাহায্য করে।

ইতিহাস

প্রাথমিক ইতিহাস

আধুনিক সমুদ্রবিদ্যা

শাখাপ্রশাখা

সমুদ্রবিজ্ঞানকে চারটি ভাগে ভাগ করা যায়:

সম্পর্কিত বিষয়

পাদটীকা

আরও পড়ুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!