সংবৃত পশ্চাৎ কুঞ্চিত স্বরধ্বনি অথবা উচ্চ পশ্চাৎ কুঞ্চিত স্বরধ্বনি[১] হলো অনেক কথ্য ভাষায় ব্যবহৃত এক ধরনের স্বরধ্বনি। ধ্বনিটির আধ্বব প্রতিনিধিত্বারী প্রতীক হলো ⟨u⟩, এবং সমতুল্য এক্স-সাম্পা প্রতীক হলো u
বেশিরভাগ ভাষায়, এই কুঞ্চিত স্বরধ্বনিটি প্রসারিত ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। যাইহোক, কিছু ক্ষেত্রে ঠোঁট সংকুচিত হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ