সংবৃত-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি বা উচ্চ-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি[১] হলো কিছু কথ্য ভাষায় ব্যবহৃত এক ধরনের স্বরধ্বনি। ধ্বনিটির আধ্বব প্রতিনিধিত্বারী প্রতীক হলো ⟨e⟩।
সংবৃত-মধ্য সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনির জন্য যা সাধারণত ⟨ɪ⟩ বা ⟨i⟩ প্রতীক দিয়ে প্রতিলিপি করা হয়, দেখুন প্রায়-সংবৃত সম্মুখ অকুঞ্চিত স্বরধ্বনি। যদি সাধারণ প্রতীক ⟨e⟩ হয়, তাহলে স্বরধ্বনিটি এখানে তালিকাভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ