শার্লিন চোপড়া (ইংরেজি: Sherlyn Chopra; জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৮৪; পূর্বে মোনা চোপড়া হিসেবে পরিচিত) একজন ভারতীয়মডেল, অভিনেত্রী এবং গায়িকা।[১] ২০০২ সালে ভেন্দি মাবু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র তার অভিষেক ঘটে।[২] পরবর্তীতে দ্বিতীয় শ্রেণীর বলিউড চলচ্চিত্রে গৌন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবনের শুরু হয়। তিনি এছাড়াও টাইম পান (২০০৫), রেড স্বস্তিক (২০০৭), গেইম (২০০৭) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১]
চোপড়া এছাড়াও বিগ বস রিয়ালিটি শোর একজন প্রতিযোগী ছিলেন।[৩] এবং ২৭ তম দিনে তিনি নেই প্রতীযোগীতা থেকে বাদ পড়েন।[৪]
জুলাই ২০১২ সালে, চোপড়া প্লেবয় পত্রিকার প্রচ্ছদ শিল্পী নির্বাচিন হন।[৫][৬] তিনি প্রায়ই টুইটারে তার অর্ধনগ্ন এবং নগ্ন আলোকচিত্র পোস্ট করার জন্য বিতর্ক হয়েছেন।[৭]
তিনি এমটিভি স্প্লিট্সভিলা প্রদর্শনীর ষষ্ঠ আসরের হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।[৮] ডিসেম্বর ২০১৩ সালে, তিনি তার "ব্যাড গার্ল শীর্ষক একটি মিউজিক ভিডিও মুক্তি দেন।[৯]