শক্তিমান (হিন্দি: शक्तिमान) ছিলো ভারতীয় দূরদর্শন চ্যানেলে প্রচারিত,মুকেশ খান্না[২] প্রযোজিত ও দিবাকর জানি পরিচালিত ডিডি ন্যাশনাল বা দূরদর্শনের মুখ্য তথা ভারতের প্রথম সুপারহিরো চরিত্র। প্রতি রবিবার ভারতীয় মান সময় অনুসারে দিনে ১২ টায় প্রায় ৪০০ পর্বের এই ধারাবাহিক প্রচারিত হওয়া শুরু হয় । ২৭ সেপ্টেম্বর ১৯৯৭ তারিখ থেকে ২৭ মার্চ ২০০৫ পর্যন্ত ডিডি ন্যাশনাল এটি প্রচারিত হয়েছিল। পরিচয়মূলক পর্ব ২০ সেপ্টেম্বর,১৯৯৭ তারিখে সম্প্রচারিত হয়েছিল। শেষ পর্ব দিনে ১২ টার পরিবর্তে ৯:৩০ সম্প্রচার করা হয়েছিল। ২০০০ সালে বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশনে শক্তিমান বাংলা ভাষায় ডাব করে প্রচার করা হতো যদিও বাংলাদেশ টেলিভিশন নাটকটির ধারাবাহিকতা বজায় রাখেনি।[২] এটি পরে পোগো তে ইংরেজিতে, তরঙ্গ টিভিতে ওড়িয়া ও চুট্টি টিভিতে তামিল ভাষায় সম্প্রচারিত হয়। স্টার উৎসব এ হিন্দিতে এর পুনঃসম্প্রচার করা হয়েছিল। বর্তমানে আলট্রা বেঙ্গলি নামক ইউটউব চ্যানেলে শক্তিমান বাংলায় ডাব করে ছাড়া হচ্ছে। মুকেশ খান্নাই শক্তিমান ও পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারণাথ শাস্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন। শক্তিমান অতিমানব ও অলৌকিক শক্তির অধিকারী। গীতা বিশ্বাস শক্তিমানের প্রেয়সী।
পটভূমি
অন্ধকার যখন বিশ্বকে ধ্বংস করতে দৃঢ় হয়, তখন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সূর্যবংশীরা শক্তিমানকে বেছে নিয়েছিল। পঞ্চতত্ত্ব (জল , ভূমি , অগ্নি, বায়ু,আকাশ ) থেকে প্রাপ্ত শক্তি থেকে শক্তিমানের সৃষ্টি হয়েছে। সমাজে শক্তিমান নিজের আসল পরিচয় গোপন রেখে গঙ্গাধর নামের এক ছদ্মবেশী সাধারণ মানুষ হিসেবে থাকে যে একটি সংবাদপত্র প্রতিষ্ঠানে কাজ করে, সমাজে কোনো বিপদ আসলেই শক্তিমান তার আসল রূপ ধরে সেই বিপদের মোকাবেলা করে।
অভিনয়শিল্পী
- মুকেশ খান্না - পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারানাথ শাস্ত্রী ওরফে শক্তিমান / মেজর রঞ্জিত সিং / শ্রী সত্য / শক্তিমানের ক্লোন
- কিতু গিড়ওয়ানি - গীতা বিশ্বাস (পর্ব ১-১৬)
- বৈষ্ণবী মহন্ত - গীতা বিশ্বাস (পর্ব ১৭-৫২০)
- সুরেন্দ্র পাল - তমরাজ কিলভিশ / গুরু সর্বজ্ঞ
- টম অলটার - মহাগুরু
- নবাব শাহ - নগরপ্রধান (মেয়র) জে.জে. (জয় কুমার জনার্দন)/কাকোদার
তথ্যসূত্র
বহিঃসংযোগ