রোনাল্ড উইলসন রেগন (/ˈreɪɡən/RAY-gən; রনাল্ড্ রেগন্; ৬ ফেব্রুয়ারি ১৯১১ – ৫ জুন ২০০৪) মার্কিন রাজনীতিবিদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি, যিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতিত্বের পূর্বে তিনি হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন। এরপর তিনি ১৯৬৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৩৩তম গভর্নরের দায়িত্ব পালন করেন।
উত্তর ইলিনয়ের একটি ছোট শহরের নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠে রেগন ১৯৩১ সালে ইউরেকা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বেতারের ক্রীড়া ভাষ্যকার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৩৭ সালে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান এবং সেখানে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি হিসেবে রেগন কমিউনিস্ট প্রভাব দূর করতে কাজ করেন। ১৯৫০-এর দশকে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। ১৯৬৪ সালে তার "আ টাইম ফর চুজিং" বক্তৃতা সারাদেশের নজর কাড়ে। সমর্থকগোষ্ঠী গড়ে তোলার মধ্য দিয়ে রেগন ১৯৬৬ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন। গভর্নর হিসেবে তিনি কর বৃদ্ধি করেন, রাজ্য ব্যয়ের ঘাটতি উদ্ধৃতে পরিণত করেন, ইউসি বার্কলির আন্দোনলকারীদের প্রতিহত করেন, এবং আন্দোলনকালে ন্যাশনাল গার্ড ট্রুপদের নির্দেশ প্রদান করেন।
প্রারম্ভিক জীবন
রোনাল্ড উইলসন রেগন ১৯১১ সালের ৬ই ফেব্রুয়ারি ইলিনয় অঙ্গরাজ্যের ট্যামপিকোর একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে জন্মগ্রহণ করেন। তিনি জ্যাক রেগন এবং নেল ক্লাইড (বিবাহপূর্ব উইলসন) কনিষ্ঠ পুত্র। তার পিতা জ্যাক একজন বিক্রেতা ও গল্পকথক ছিলেন, যার পূর্বপুরুষেরা কাউন্টি টিপারেরির থেকে আগত আইরিশ ক্যাথলিক অভিবাসী ছিলেন।[১] অন্যদিকে, তার মাতা নেল ইংরেজ ও স্কটিশ বংশোদ্ভূত।[২] রোনাল্ডের বড় ভাই নিল রেগন বিজ্ঞাপন নির্বাহী ছিলেন।[৩]
শিক্ষা
রেগন ডিক্সন হাই স্কুলে পড়াশোনা করেছেন। সেখানে অভিনয়, খেলাধুলা ও গল্পকথনে তার আগ্রহ জন্মে।[৪] তার প্রথম কাজ ছিল ১৯২৭ সালে লোওয়েল পার্কের রক নদীতে লাইফগার্ড হিসেবে। ছয় বছরে রেগন ৭৭ জনকে উদ্ধার করেন।[৫] তিনি ইউরেকা কলেজে পড়াশোনা করেন। ছাত্র হিসেবে তিনি অমনোযোগী ছিলেন। তার প্রধান বিষয় ছিল অর্থনীতি ও সমাজবিজ্ঞান। তিনি সি গ্রেড গড় ফলাফল নিয়ে স্নাতক সম্পন্ন করেন।[৬] তিনি রাজনীতি, খেলাধুলা ও মঞ্চে কৃতিত্ব দেখানোর মধ্য দিয়ে "সকল কাজের কাজী" হিসেবে পরিচিতি অর্জন করেন। তিনি ফুটবল দলের সদস্য ও সাঁতার দলের অধিনায়ক ছিলেন। তিনি শিক্ষার্থীদের সভাপতি নির্বাচিত হন এবং কলেজের সভাপতির বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন।[৭]
তথ্যসূত্র
↑গলওয়ে, টেরি, Ronald Reagan's America (২০০৮), পৃষ্ঠা ১।