রেড হ্যাট লিনাক্স

রেড হ্যাট লিনাক্স
গ্নোম ২.২, রেড হ্যাট লিনাক্স 9-এ ডিফল্ট ডেস্কটপ
ডেভলপাররেড হ্যাট
ওএস পরিবারলিনাক্স (ইউনিক্স-সদৃশ)
কাজের অবস্থাবন্ধ
সোর্স মডেলউন্মুক্ত-উৎস
প্রাথমিক মুক্তি১৩ মে ১৯৯৫; ২৯ বছর আগে (1995-05-13)
চূড়ান্ত মুক্তিওরফে শ্রেক / মার্চ ৩১, ২০০৩
প্যাকেজ ম্যানেজারআরপিএম প্যাকেজ ম্যানেজার
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগ্নু
লাইসেন্সবিভিন্ন ধরনের
উত্তরসূরীরেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, ফেডোরা
ওয়েবসাইটwww.redhat.com/en


রেড হ্যাট লিনাক্স, (ইংরেজি: Red Hat Linux), রেড হ্যাটের মালিকানাধীন একসময়কার ব্যাপক ব্যবহৃত একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেটি ২০০৪ সালে রহিত করা হয়। []

রেড হ্যাট লিনাক্সের প্রথমদিকের রিলিজগুলোকে রেড হ্যাট কমার্সিয়াল লিনাক্সবলে ডাকা হতো। রেড হ্যাট প্রথম অপরীক্ষামূল মুক্তি প্রকাশ করে মে ১৯৯৫ সালে।[][] প্যাকেজিং ফরম্যাট হিসেবে আরপিএম প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা এটিই ছিলো প্রথম লিনাক্স ডিস্ট্রিবিউশন, এবং সময়ের সাথে সাথে অন্য অনেক ডিস্ট্রিবিউশনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে, যে দলে রয়েছে ম্যানড্রিভা লিনাক্স এবং ইয়েলো ডগ লিনাক্সের মত ডিস্ট্রোগুলো।

২০০৩ সালে, রেড হ্যাট এন্টারপ্রাইজ পরিবেশকে লক্ষ্য করে বানানো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের জন্যে রেড হ্যাট লিনাক্সের ধারাটি রহিত করে। রেড হ্যাট লিনাক্স ৯, শেষ রিলিজটি প্রাতিষ্ঠানিকভাবে সমাপ্ত হয় এপ্রিল ৩০, ২০০৪ সালে, তবে ২০০৭ সালের প্রথম দিক পর্যন্ত ফেডোরা লিগেসি প্রকল্প কর্তৃক একে হালনাগাদ করা হয়।[]

বৈশিষ্ট্য

৩.০.৩ সংস্করণটি ছিলো প্রথম লিনাক্স ডিস্ট্রিবিউশন যেটি পূর্বের এ.আউট (a.out) ফরম্যাটের বদলে এক্সিকিউটেবল এবং লিংকেবল ফরম্যাট সমর্থন করতো।[]

কেতান বাগাল কর্তৃক ডেভেলপকৃত এনাকন্ডা নামে একটি গ্রাফিক্যাল ইন্সটলারের সাথে রেড হ্যাট পরিচয় করিয়ে দেয়, যার মূল উদ্দেশ্য ছিলো শিক্ষানবিশদের জন্য কাজটি সহজ করে দেয়া। পরবর্তীতে অন্য অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন এটি পরিগ্রহণ করে। লকিট নামে একটি বিল্ট-ইন টুল ছিলো, যেটি ফায়ারওয়াল সক্ষমতা কনফিগারের জন্যে ব্যবহৃত হতো।

৬ষ্ঠ সংস্করণে রেড হ্যাট গ্নু সি লাইব্রেরি বা glibc ২.১, এনহ্যানসড গ্নু কম্পাইলার সিস্টেম বা egcs-1.2, এবং ২.২ কার্নেল ব্যবহার শুরু করে।[] স্বয়ংক্রিয় হার্ডওয়্যার সন্ধান ও কনফিগারেশনের জন্যে এখানে কুজু নামের একটি সফটওয়্যারও ব্যবহার করা হয়।[]

৭ম সংস্করণটি ২.৪ কার্নেলের প্রস্তুতি হিসেবে মুক্তি পায়, যদিও প্রথম রিলিজটি এখনও ২.২ কার্নেলটি ব্যবহার করে। জিলিবসি বা গ্নু সি লাইব্রেরি ২.১.৯২ সংস্করণে উত্তীর্ণ হয়, যেটি আগত সংস্করণ ২.২০-এর একটি বেটা ছিলো এবং রেড হ্যাট জিসিসি এর একটি প্যাচড সংস্করণ ব্যবহার যেটিকে তারা ২.৯২ বলে।[] নন-আই৩৮৬ যন্ত্রে জিসিসি ২.৯৫-র বাজে পারফরমেন্সের জন্যেই এমন আনস্টেবল সংস্করণ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়।[] নতুন জিসিসিগুলো সি++ স্ট্যান্ডার্ডের জন্যে সমর্থনের উন্নতি করে, যার কারণে আগের অনেক কোডই কম্পাইল হচ্ছিলো না।

রেড হ্যাট লিনাক্স ৭ থেকে ইউটিএফ-৮ ডিফল্ট ক্যারেক্টার এনকোডিং হিসেবে সক্রিয় ছিলো। এটি ইংরেজিভাষীদের উপর এর হালকা প্রভাব ফেলেছিলো, তবে অন্যান্য ভাষার জন্যে সমর্থন, আন্তর্জাতিকরণ ও আঞ্চলিকিকরণ, আইডিওগ্রাফ, বাই-ডিরেকশনাল টেক্সট সমর্থন করা শুরু করে। যাইহোক, এ সিদ্ধান্তের জন্যে কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও আসে।

৮ম সংস্করণ ব্লু কার্ভ ডেস্কটপ থিম ব্যবহার করার দিক থেকে দ্বিতীয় ছিলো। এটা গ্নোম ২, কেডিই ৩ ডেস্কটপ এবং ওপেন অফিস ১-এর সাধারণ থিম ব্যবহার করে। কেডিই সদস্যরা এ পরিবর্তনকে ভাল ভাবে নেয়নি।[]

৯ম সংস্করণ ন্যাটিভ পোসিক্স থ্রেড লাইব্রেরি সমর্থন করো, যেটি ২.৪ ধারার কার্নেলে রেড হ্যাট পোর্ট করে।[১০]

কপিরাইটপ্যাটেন্ট-জনিত সমস্যায় রেড হ্যাট লিনাক্সে অনেক সুবিধাই ছিলো না। উদাহরণস্বরূপ, এমপিথ্রি সমর্থন রিদমবক্স ও এক্সএমএসএস দুটোতেই বন্ধ থাকতো।

তথ্যসূত্র

  1. "রেড হ্যাট লিনাক্সের ফ্রি সংস্করণ রহিত করা হবে"। fusionauthority.com। ২০১২-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০২ 
  2. "রেড হ্যাট লিনাক্সের ইতিহাস"। ২০১৮-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১৪ 
  3. "রেড হ্যাট ও ফেডোরা নামের পেছনের কথা"। smoogespace.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১৪ 
  4. "ফেডোরা লিগেসি প্রকল্প"। fedoralegacy.org। ২০১৩-০৯-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০২ 
  5. লিনাক্স ডিস্ট্রিবিউশনের তুলনা, লিনাক্স জার্নাল, ১৯৯৬
  6. "কুজু নিয়ে কিছু কথা"। Everything2.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৫ 
  7. "ডিস্ট্রিবিউশন"। Lwn.net। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৫ 
  8. "a/rh-tools"। Lwn.net। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৫ 
  9. "রেড হ্যাট নালিফাইজ কেডিই এন্ড গ্নোম"। দ্য রেজিস্টার। ২০০২-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৪ 
  10. "রেড হ্যাট লিনাক্স ৯ রিলিজ্ নোট"। Redhat.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৫ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!