রিদমবক্স (ইংরেজি: Rhythmbox) একটি ফ্রি ও ওপেন সোর্স অডিও প্লেয়ার যেটি ডিজিটাল অডিও ফাইল চালায় ও ব্যবস্থাপনা করে। [১] রিদমবক্স জিস্ট্রিমার মিডিয়া ফ্রেমওয়ার্ক ব্যবহার করে গ্নোম ডেস্কটপ পরিবেশের অধীনে কাজ করার জন্যে ডিজাইন করা হয়েছে। তবে অন্য ডেস্কটপ পরিবেশের সাথেও এটি কাজ করে।
রিদমবক্স ফেডোরা,[২] উবুন্টু ১২.০৪ এলটিএস সংস্করণ থেকে,[৩] এবং ১৮.১ সংস্করণ থেকে লিনাক্স মিন্টের ডিফল্ট অডিও প্লেয়ার।
তথ্যসূত্র
বহিঃসংযোগ