রুশা চট্টোপাধ্যায় |
---|
জন্ম | ২৩ জানুয়ারি ১৯৯৪ সাল
|
---|
নাগরিকত্ব | ভারতীয় |
---|
পেশা | মডেল ও অভিনেত্রী |
---|
পরিচিতির কারণ | তোমায় আমায় মিলে তে ঊষসী হিসেবে |
---|
উল্লেখযোগ্য কর্ম | |
---|
রুশা চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও মডেল। তিনি মূলত বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত টিভি ধারাবাহিক তোমায় আমায় মিলে খুব জনপ্রিয় হয় এবং তিনি ঊষসী নামে পরিচিত হন।
প্রথম জীবন
তিনি ১৯৯৪ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার এক ভাই আছে। স্কুলের সময় থেকে তিনি নাচ ও ক্রীড়া পাগল।[১] তিনি সিকিম মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন।
পেশা
তিনি তার অভিনয় জীবন শুরু করেন ২০০৯ সালে স্টার জলসার ওগো বধূ সুন্দরীতে লাবণ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। [২] এরপর ২০১৩ সালে স্টার জলসার তোমায় আমায় মিলেতেঅভিনয় করেন। ২০১৭ সালে তিনি কুসুম দোলাতে অভিনয় করেন। ২০১৭ সালেই তিনি সোমরাজ মাইতির সাথে জি বাংলা সিনেমার রোমান্টিক ছবি জয় মা দুর্গা তে অভিনয় করেন।[৩] তিনি জি বাংলার সাত ভাই চম্পা (টেলিভিশন ধারাবাহিক)তে পারুলের ভূমিকায় অভিনয় করেন।[৪]
এছাড়া তিনি হইচই এর ওয়েব ধারাবাহিক জাপানি টয়তে অভিনয় করেন।[৫] অবশেষে অভিনেতা একটি জাতীয় চ্যানেলে আসন্ন হিন্দি সিরিয়াল তেরে লিয়েতে অভিনয় করার প্রস্তাব পান।
টেলিভিশন
চলচ্চিত্র
ওয়েব ধারাবাহিক
- জাপানি টয়
- ইটস কমপ্লিকেটেট
তথ্যসূত্র
বহিঃসংযোগ