রিয়াজ হাসান

রিয়াজ হাসান
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-11-07) ৭ নভেম্বর ২০০২ (বয়স ২২)
নানগারহর, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৪)
২৫ জানুয়ারি ২০২২ বনাম নেদারল্যান্ডস
শেষ ওডিআই২৬ আগস্ট ২০২৩ বনাম পাকিস্তান

রিয়াজ হাসান (পশতু: ریاض حسن; জন্ম ৭ নভেম্বর ২০০২) একজন আফগান ক্রিকেটার। ২০২২ সালের মার্চে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে।[]

তিনি তার প্রথম-শ্রেণী জন্য অভিষেক করেছিলেন অ্যামো রিজিওন ৮ এপ্রিল ২০১৮ তারিখে ২০১৮ আহমদ শাহ আবদালী ৪-দিনের টুর্নামেন্ট[] ২০১৮ গাজী আমানউল্লাহ খান আঞ্চলিক একদিনের টুর্নামেন্ট অ্যামো অঞ্চলের হয়ে তার লিস্ট এ অভিষেক হয়। ২০১৮ সালে ১৮ জুলাইয়ে। তিনি ৮ সেপ্টেম্বর ২০২০ তার টুয়েন্টি২০ অভিষেক করার জন্য ২০২০ শাপাগিজা ক্রিকেট লিগে কাবুল ঈগলস

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০২২ সালের জানুয়ারিতে, তাকে তাদের সিরিজের জন্য আফগানিস্তানের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলে নাম দেওয়া হয়েছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কাতারে। ২৫ জানুয়ারি ২০২২-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে তার ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "Riaz Hussan"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮ 
  2. "19th Match, Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament at Amanullah, Apr 8-11 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!