রামনগর জেলা, হলো দক্ষিণভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রামনগর শহরে অবস্থিত৷
ইতিহাস
২০০৭ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট পূর্বতন বেঙ্গালুরু গ্রামীণ জেলার[১] পশ্চিম দিকেঅবস্থিত তৎকালীন রামনগর, চান্নপত্তন, কনকপুরা ও মাগড়ি তালুকগুলি একত্রিত করে নতুন রামনগর জেলা গঠন করা হয়৷
ভূগোল
রামনগর শহরটি রাজধানী বেঙ্গালুরু থেকে মোটামুটি ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত৷ জেলাটির গড় উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ৭৪৭ মিটার বা ২৪৫০ ফুট উচ্চতায় অবস্থিত৷ রামনগর পাহাড় থেকে পাথর খোঁদাইয়ের কাজের জন্য বিখ্যাত৷ জেলাটিতে পর্বতারোহনের বিখ্যাত কিছু ক্যাম্প রয়েছে এখানে সেগুলি হলো, সদরশহরে উপস্থিত রামদেবরবেতা,[২] রামনগর থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত সাওনদুর্গ, রামনগর থেকে ১৫ কিলোমিটারে দূরে অবস্থিত শ্রী রেবন সিদ্ধেশ্বরবেতা এবং কাছাকাছি অবস্থিত তেঙ্গিনকলবেতা এবং রামনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাব্বলদুর্গ৷ জেলাটির অন্যতম বিখ্যাত পর্যটনস্থল হলো বিলিকল রঙ্গনাথস্বামীবেতা পাহাড়৷
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে রামনগর জেলার মোট জনসংখ্যা ছিলো ১০,৮২,৬৩৬ জন,[৫] যা সাইপ্রাস দ্বীপরাষ্ট্রর[৬] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের জনসংখ্যার সাথে সমতুল্য৷ [৭] ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলাটি জনসংখ্যার বিচারে ৪২১ তম স্থান দখল করেছে৷ [৫] জেলাটির জনঘনত্ব ৩০৩ জন প্রতি বর্গকিলোমিটার (৭৮০ জন/বর্গমাইল)৷ [৫] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ৫.০৬ শতাংশ৷ [৫] এখানে প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৭৬ জন৷[৫] জেলাটির মোট সাক্ষরতার হার ৬৯.২২ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৬.৭৬ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬১.৫০ শতাংশ৷ [৫]
অর্থনীতি
রামনগর শহরটি রেশমের বাজারের জন্য সিল্ক শহর নামে বিখ্যাত এবং সম্ভবত এটি এশিয়ার বৃহত্তম বাজার। বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এখানে রেশমগুটির ব্যবসা করেন যা এই শহরটি কে রেশমগুটির আন্তর্জাতিক বাজারে পরিণত করেছে। গরে প্রত্যেকদিন প্রায় ৩৫ মেট্রিক টন রেশমগুটির লেনদেন চলে এই বাজারে।
রামনগর শহরে প্রায় ৬০০ টি কুটির শিল্প কেন্দ্র রয়েছে। এছাড়া একাধিক স্বয়ংক্রিয় এবং বহুমুখী শিল্প সংস্থান রয়েছে।
রামনগর জেলায় রয়েছে বিদাদি শিল্প অঞ্চল, যা সমগ্র রাজ্যের সর্বপ্রথম স্থাপিত শিল্পক্ষেত্র। এখানে টয়োটা, কোকাকোলা প্রভৃতি কোম্পানির প্রস্তুতকারক কারখানা রয়েছে, এছাড়াও ১৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জটিল চক্রী গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
↑US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১। Cyprus 1,120,489 July 2011 est.
↑"2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০। Rhode Island 1,052,567
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!