বেঙ্গালুরু নগর জেলা |
---|
|
|
|
---|
|
কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু নগর জেলার অবস্থান |
স্থানাঙ্ক: ১২°৫৮′১৩″ উত্তর ৭৭°৩৩′৩৭″ পূর্ব / ১২.৯৭০২১৪° উত্তর ৭৭.৫৬০২৯° পূর্ব / 12.970214; 77.56029 |
রাষ্ট্র | ভারত |
---|
রাজ্য | কর্ণাটক |
---|
সদর | বেঙ্গালুরু |
---|
তালুক | বেঙ্গালুরু, কেঙ্গেরি, কৃষ্ণরাজপুরম, এলাহাঙ্কা, আনেকাল |
---|
|
• ডেপুটি কমিশনার | কে শ্রীনিবাস, আই.এ.এস |
---|
|
• মোট | ২,১৯৬ বর্গকিমি (৮৪৮ বর্গমাইল) |
---|
|
• মোট | ৯৬,২১,৫৫১ |
---|
• ক্রম | তৃতীয় (ভারত) |
---|
• জনঘনত্ব | ৪,৪০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
---|
|
• দাপ্তরিক | কন্নড় |
---|
• সহ-দাপ্তরিক | ইংরাজী |
---|
|
---|
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
---|
যানবাহন নিবন্ধন |
- কেন্দ্র KA-01 (কেএ-০১)
- পশ্চিম KA-02 (কেএ-০২)
- পূর্ব KA-03 (কেএ-০৩)
- উত্তর KA-04 (কেএ-০৪)
- দক্ষিণ KA-05 (কেএ-০৫)
- পশ্চিম শহরতলি: কেঙ্গেরি KA-41 (কেএ-৪১)
- উত্তর শহরতলি: এলাহাঙ্কা KA-50 (কেএ-৫০)
- দক্ষিণ শহরতলি: ইলেকট্রনিক সিটি KA-51 (কেএ-৫১)
- পূর্ব শহরতলি: কৃষ্ণরাজপুরম KA-53 (কেএ-৫৩)
- শান্তিনগর KA-57 (কেএ-৫৭)
- চন্দপুরা KA-59 (কেএ-৫৯)
|
---|
বেঙ্গালুরু নগর জেলা, বা ব্যাঙ্গালোর আর্বান, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির উত্তর ও পূর্বদিকে রয়েছে বেঙ্গালুরু গ্রামীণ জেলা, পশ্চিম দিকে রয়েছে রামনগর জেলা এবং দক্ষিণ দিকে রয়েছে তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলা৷ ১৯৮৬ খ্রিস্টাব্দে পূর্বতন বেঙ্গালুরু জেলা দ্বিখণ্ডিত করে বেঙ্গালুরু নগর ও বেঙ্গালুরু গ্রামীণ জেলা দুটি গঠন করা হয়৷
বেঙ্গালুরু নগর জেলাতে রয়েছে পাঁচটি তালুক, সেগুলি হলো যথাক্রমে: উত্তর প্রান্তে বেঙ্গালুরু উত্তর বা বেঙ্গালুরু, দক্ষিণ প্রান্তে বেঙ্গালুরু দক্ষিণ বা কেঙ্গেরি এবং পূর্ব প্রান্তের তিনটি তালুক কৃষ্ণরাজপুরম, এলাহাঙ্কা এবং আনেকাল৷ রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরটি এই জেলাতেই অবস্থিত৷ এছাড়া জেলাটিতে রয়েছে ১৭ টি গ্রামপঞ্চায়েত (স্থানীয় ভাষায় হোব্লি), ৬৮৮ টি গ্রাম (স্থানীয় ভাষায় হাল্লি) এবং ৯ টি পৌরসংস্থা (স্থানীয় ভাষায় নগর নিগম) আছে৷ ইলেকট্রনিক সিটিটি আনেকাল তালুকে অবস্থিত৷
ভূগোল
আবহাওয়া
এখানকার আবহাওয়া বেশ মনোরম ও নাতিশীতোষ্ণ৷ পরিমিত সর্বনিম্ন তাপমাত্রা এখনো পর্যন্ত ১৬–১৮ °সে (৬১–৬৪ °ফা).
বেঙ্গালুরু-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
|
মাস
|
জানু
|
ফেব্রু
|
মার্চ
|
এপ্রিল
|
মে
|
জুন
|
জুলাই
|
আগস্ট
|
সেপ্টে
|
অক্টো
|
নভে
|
ডিসে
|
বছর
|
সর্বোচ্চ গড় °সে (°ফা)
|
২৭ (৮১)
|
২৯.৬ (৮৫.৩)
|
৩২.৪ (৯০.৩)
|
৩৩.৬ (৯২.৫)
|
৩২.৭ (৯০.৯)
|
২৯.২ (৮৪.৬)
|
২৭.৫ (৮১.৫)
|
২৭.৪ (৮১.৩)
|
২৮ (৮২)
|
২৭.৭ (৮১.৯)
|
২৬.৬ (৭৯.৯)
|
২৫.৯ (৭৮.৬)
|
২৯ (৮৪)
|
সর্বনিম্ন গড় °সে (°ফা)
|
১৫.১ (৫৯.২)
|
১৬.৬ (৬১.৯)
|
১৯.২ (৬৬.৬)
|
২১.৫ (৭০.৭)
|
২১.২ (৭০.২)
|
১৯.৯ (৬৭.৮)
|
১৯.৫ (৬৭.১)
|
১৯.৪ (৬৬.৯)
|
১৯.৩ (৬৬.৭)
|
১৯.১ (৬৬.৪)
|
১৭.২ (৬৩.০)
|
১৫.৬ (৬০.১)
|
১৮.৬ (৬৫.৫)
|
বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি)
|
২.৭ (০.১১)
|
৭.২ (০.২৮)
|
৪.৪ (০.১৭)
|
৪৬.৩ (১.৮২)
|
১১৯.৬ (৪.৭১)
|
৮০.৬ (৩.১৭)
|
১১০.২ (৪.৩৪)
|
১৩৭ (৫.৪)
|
১৯৪.৮ (৭.৬৭)
|
১৮০.৪ (৭.১০)
|
৬৪.৫ (২.৫৪)
|
২২.১ (০.৮৭)
|
৯৬৯.৮ (৩৮.১৮)
|
বৃষ্টিবহুল দিনগুলির গড়
|
০.২
|
০.৫
|
০.৪
|
৩
|
৭
|
৬.৪
|
৮.৩
|
১০
|
৯.৩
|
৯
|
৪
|
১.৭
|
৫৯.৮
|
মাসিক সূর্যালোক ঘণ্টার গড়
|
২৬৩.৫
|
২৪৮.৬
|
২৭২.৮
|
২৫৮
|
২৪১.৮
|
১৩৮
|
১১১.৬
|
১১৪.৭
|
১৪৪
|
১৭৩.৬
|
১৮৯
|
২১০.৮
|
২,৩৬৬.৪
|
উৎস ১: WMO[২]
|
উৎস ২: HKO (sun only, 1971–1990)[৩]
|
জনতত্ত্ব
ঐতিহাসিক জনসংখ্যাবছর | জন. | ব.প্র. ±% |
---|
১৯০১ | ৩,৯৪,৭৯৪ | — |
---|
১৯১১ | ৪,২৮,২২৮ | +০.৮২% |
---|
১৯২১ | ৪,৮০,৬৭৫ | +১.১৬% |
---|
১৯৩১ | ৫,৯০,২১৮ | +২.০৭% |
---|
১৯৪১ | ৭,৩৮,৩৯৩ | +২.২৭% |
---|
১৯৫১ | ১২,৫৩,৫৪২ | +৫.৪৪% |
---|
১৯৬১ | ১৪,৯৯,৩৩৩ | +১.৮১% |
---|
১৯৭১ | ২১,৯৭,৩৪৭ | +৩.৯% |
---|
১৯৮১ | ৩৪,৯৫,৫৬৬ | +৪.৭৫% |
---|
১৯৯১ | ৪৮,৩৯,১৬২ | +৩.৩১% |
---|
২০০১ | ৬৫,৩৭,১২৪ | +৩.০৫% |
---|
২০১১ | ৯৬,২১,৫৫১ | +৩.৯৪% |
---|
উৎস:[৪] |
২০০১ খ্রিস্টাব্দে জেলাটির মোট জনসংখ্যা ছিলো ৬৫,৩৭,১২৪ জন, যার ৮৮.১১ শতাংশই ছিলো নগরবাসী৷[৫] পরবর্তীকালে ২০১১ খ্রিস্টাব্দের ভারতের জনগণনা অনুসারে বেঙ্গালুরু নগর জেলার মোট জনসংখ্যা হয়ে দাঁড়ালো ৯৬,২১,৫৫১ জন,[৬] যা বেলারুশ রাষ্ট্রের জনসংখ্যার সাথে সমতুল্য৷ [৭] ফলে জেলাটি ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে তৃতীয় জনবহুল জেলার মর্যাদা পেয়েছে৷[৬] জেলাটির জনঘনত্ব ৪,৩৭৮ জন প্রতি বর্গকিলোমিটার (১১,৩৪০ জন/বর্গমাইল) .[৬] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৪৭.১৮ শতাংশ৷[৬] জেলাটিতে প্রতি হাজার পুরুষে ৯১৬ জন নারী রয়েছেন এবং[৬] এখানে সর্বমোট সাক্ষরতার হার ৮৭.৬৭ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯১.০১ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৪.০১ শতাংশ৷ [৬]
মন্দির
তথ্যসূত্র