মুহাম্মদ ইব্রাহিম محمد ابراهيم |
---|
|
|
জন্ম | ৯ আগস্ট ১৭০৩ ত্রিপোলি ফটক জেল, লালকেল্লা, দিল্লি |
---|
মৃত্যু | ৩১ জানুয়ারি ১৭৪৬(1746-01-31) (বয়স ৪২) |
---|
সমাধি | কুতুবউদ্দিন কাকি'র সমাধিসৌধ, দিল্লি |
---|
|
আবূ আল ফাত জহির-উদ-দীন মুহাম্মদ ইব্রাহিম |
|
রাজবংশ | তৈমুরি |
---|
পিতা | রাফি-উস-শান |
---|
মাতা | নূর-উন-নিসা বেগম |
---|
মুহাম্মদ ইব্রাহিম (৯ আগস্ট ১৭০৩ – ৩১ জানুয়ারি ১৭৪৬) চতুর্দশ মুঘল সম্রাট ছিলেন। তিনি ছিলেন রাফি উল-দারজাত[১] এবং রাফি উদ-দৌলতের ভাই।
সাইদ ভাতৃগণ দ্বারা নিকুসিয়ারের হত্যার পরে তাকে সিংহাসনে বসানো হয়।
মুহাম্মদ শাহ নিজামের ক্যাম্পে যোগ দেওয়ার পরে তিনিই ছিলেন সাইদদের পরবর্তী দাবিদার। সাইদদের পরাজয়ের পরে তাকে হারেমে ফিরিয়ে আনা হয়েছিল। তিনি ১৭৪৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র