মার্তিন আদাম

মার্তিন আদাম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-11-06) ৬ নভেম্বর ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান বুদাপেস্ট, হাঙ্গেরি
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
উলসান হুন্দাই
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩৫, ১৫ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্তিন আদাম (হাঙ্গেরীয়: Martin Ádám; জন্ম: ৬ নভেম্বর ১৯৯৪) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে দক্ষিণ কোরীয় ক্লাব উলসান হুন্দাই এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২২ সালে, আদাম হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২১ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

মার্তিন আদাম ১৯৯৪ সালের ৬ই নভেম্বর তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

আদাম হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ১৩ই মার্চ তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২২ সালের ২৪শে মার্চ তারিখে, ২৭ বছর, ৪ মাস ও ১৮ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী আদাম সার্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৭০তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় আদাম সালাইয়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি সার্বিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে আদাম সর্বমোট ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১১ মাস ও ২৭ দিন পর, হাঙ্গেরির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০২৩ সালের ২৩শে মার্চ তারিখে, এস্তোনিয়ার বিরুদ্ধে ম্যাচের ৪১তম মিনিটে জোলত কালমারের অ্যাসিস্ট হতে হাঙ্গেরির হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

১৫ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০২২ ১০
২০২৩
২০২৪
সর্বমোট ২১

তথ্যসূত্র

  1. "Hungary vs. Serbia - 24 March 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  2. "Hungary - Serbia 0:1 (Friendlies 2022, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  3. "Hungary - Serbia, Mar 24, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Hungary vs. Serbia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  5. "Hungary vs. Estonia - 23 March 2023 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  6. "Hungary - Estonia, Mar 23, 2023 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 
  7. "Hungary - Estonia 1:0 (Friendlies 2023, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৫ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!