জোলত নাগি (হাঙ্গেরীয়: Zsolt Nagy; জন্ম: ২৫ মে ১৯৯৩) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হাঙ্গেরির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর হাঙ্গেরির ক্লাব পুশকাশ আকাদেমিয়া এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
নাগি ২০১৯ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে ৩টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
জোলত নাগি ১৯৯৩ সালের ২৫শে মে তারিখে হাঙ্গেরির সেকেস্ফেহেরভারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
২০১৯ সালের ১৫ই নভেম্বর তারিখে, ২৬ বছর, ৫ মাস ও ২১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী নাগি উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৫তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় মিহালি কোরহুতের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি উরুগুয়ে ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে নাগি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর, ৬ মাস ও ২৭ দিন পর, হাঙ্গেরির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২২ সালের ১১ই জুন তারিখে, জার্মানির বিরুদ্ধে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে রোনালদ শাল্লাইয়ের অ্যাসিস্ট হতে হাঙ্গেরির হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৯ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
হাঙ্গেরি |
২০১৯ |
২ |
০
|
২০২১ |
৩ |
০
|
২০২২ |
৮ |
২
|
২০২৩ |
৩ |
০
|
২০২৪ |
২ |
১
|
সর্বমোট |
১৮ |
৩
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
জোলত নাগি সংক্রান্ত মিডিয়া রয়েছে।