২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, মাধবপুর গ্রামের মোট জনসংখ্যা ১,২৬৩। এর মধ্যে ৬৪২ জন (৫১ শতাংশ) পুরুষ এবং ৬২১ জন (৪৯ শতাংশ) মহিলা। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ১৬১। মাধবপুর গ্রামের মোট সাক্ষর জনসংখ্যা ১,১০২ (অন্যূন ছয় বছর বয়সী জনসংখ্যার ৭৪.১৪ শতাংশ)।[১]
মাধবপুর চিত্রকক্ষ
দামোদর মন্দির (পূর্বতন রাম মন্দির), আটচালা, ১৭৭৯ সালে স্থানীয় রায় পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত।