মহিমা চৌধুরী

মাহিমা চৌধুরী
মাহিমা চৌধুরী
জন্ম
রিতু চৌধুরী

(1973-09-13) সেপ্টেম্বর ১৩, ১৯৭৩ (বয়স ৫১)
জাতীয়তাভারতীয়
পেশা
কর্মজীবন১৯৯৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীববি মুখার্জী (বি. ২০০৬)
পুরস্কারনিচে দেখুন

মাহিমা চৌধুরী (জন্ম: রিতু চৌধুরী, সেপ্টেম্বর ১৩, ১৯৭৩) একজন ভারতীয় অভিনেত্রী এবং নেপালী বংশদ্ভু প্রাক্তন মডেল। তিনি ১৯৯৭ সালের পরদেশ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান; যার জন্য তিনি শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।[]

প্রাথমিক জীবন

মাহিমা দেহরান, উত্তরাখণ্ড রিতু চৌধুরী নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা বাঘপাত পশ্চিমী উত্তর প্রদেশ মধ্যে কারিকুর গ্রাম থেকে একজন হিন্দু জাট ছিলেন। তার মা দার্জিলিং, পশ্চিমবঙ্গ থেকে নেপালি জাতিভূক্ত ছিলেন।

অভিনয় জীবন

মাহিমা চৌধুরী, এপ্রিল ২০১৩ সালে

মাহিমা একটি গ্রাম্য মেয়ে হিসেবে ১৯৯৭ সালের চলচ্চিত্র "পারদেশ" অভিনয়ের মাধ্যমে তার অভিনয় শুরু করেন। তার অন্যান্য চরিত্রে মধ্যে "দাগ: দ্যা ফায়ার" চলচ্চিত্রটিতে একজন বাজে পতিতার চরিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা নোট
১৯৯৭ পরদেশ কুসুম গঙ্গা বিজয়ী – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার
মনোনিত – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
১৯৯৯ মানাসুলো মাতা তেলুগু ছবি
দিল ক্যা কারে কবিতা কিশোর মনোনিত – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী পুরস্কার
দাগ: দ্যা ফায়ার কাজল বর্মা /কাজরী
প্যায়ার কই খেল নাহি নিশা
২০০০ ধারকান শিতল বর্মা মনোনিত – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী পুরস্কার
দিওয়ানে পুজা
কুরুক্ষেত্র অঞ্জলি পি সিং
খিলাড়ি ৪২০ রিতু ভরন্দাজ
২০০১ লজ্জা মাইথালি
ইয়ে তেরা ঘার ইয়ে মেরা ঘার স্বরসতী
২০০২ ভারত ভাগ্য দেবতা
ওম জয় জগদীশ আয়েশা
দিল হ্যা তুমহারা নিম্মি
২০০৩ সায়া (২০০৩ চলচ্চিত্র) তন্যা
তেরে নাম বিশেষ উপস্থিতি (গানের)

টিভি অনুষ্ঠান

পুরস্কার এবং মনোনয়ন

অভিনেত্রী পুরস্কার এবং মনোনয়ন তালিকা
বছর চলচ্চিত্র পুরস্কার বিভাগ ফলাফল
১৯৯৮ পরদেশ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী অভিষেক বিজয়ী
পরদেশ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত
১৯৯৯ দিল ক্যায়া কারে ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত
২০০১ ধারকান ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত
ধারকান আইফা পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত
ধারকান স্টার স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত
ধারকান বলিউড মুভি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
২০০৫ দোবারা জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনোনীত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Mahima Chaudhry. IMDb.com

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!