মলদোভা জাতীয় মহিলা ফুটবল দল (রোমানীয়: Echipa națională de fotbal feminin a Moldovei) মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে মলদোভার প্রতিনিধিত্ব করে। এই দলটি কখনও উয়েফা মহিলা চ্যাম্পিয়নশিপ বা ফিফা মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারেনি।
দলটি কিশিনাউ, ওরহেই এবং তিরাসপোল সহ সারা দেশে বিভিন্ন স্থানে তাদের হোম গেম খেলে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ