উয়েফা মহিলা চ্যাম্পিয়নশিপ (উয়েফা মহিলা ইউরো নামেও পরিচিত) হল উয়েফা পরিচালিত ইউরোপীয় দেশগুলির মহিলা আন্তর্জাতিক ফুটবল দলগুলির প্রতিযোগিতা। এটি প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয়। মহিলাদের এই প্রতিযোগিতা পুরুষদের উয়েফা চ্যাম্পিয়নশিপের সমমানের।
ইতিহাস
উয়েফা মহিলা চ্যম্পিয়নশিপ ১৯৮০ সালের দিকে শুরু হয়।[১] মহিলা ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকায় ১৯৯০ সালের কাছাকাছি সময়ে এটিকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ নাম দেওয়া হয়। নিকট অতীতে অনুষ্ঠিত টুর্নামেন্টটি হল ২০১৭ সালে নেদারল্যান্ড কর্তৃক আয়োজিত দ্বাদশ টুর্নামেন্ট। ২০১৭ থেকে দল সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ হয়, যেখানে ১৯৯৭ সালের আসর ছিল সর্বপ্রথম ৮টি দলবিশিষ্ট।[২]
ফলাফল
উয়েফা ইউরোপীয় মহিলা চ্যাম্পিয়নশিপ
শীর্ষ চারে পৌঁছানো দল
এই পরিসংখ্যানে আন-অফিসিয়াল ১৯৬৯ এবং ১৯৭৯ টুর্নামেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি।
দল
|
সাল
|
রানার্স-আপ
|
তৃৃতীয় স্থান
|
চতুর্থ স্থান
|
সেমিফাইনালিস্ট
|
মোট
|
জার্মানি
|
৮ (১৯৮৯, ১৯৯১, ১৯৯৫, ১৯৯৭, ২০০১, ২০০৫, ২০০৯, ২০১৩)
|
–
|
–
|
১ (১৯৯৩)
|
–
|
৯
|
নরওয়ে
|
২ (১৯৮৭, ১৯৯৩)
|
৪ (১৯৮৯, ১৯৯১, ২০০৫, ২০১৩)
|
–
|
–
|
৩ (১৯৯৫, ২০০১, ২০০৯)
|
৯
|
সুইডেন
|
১ (১৯৮৪)
|
৩ (১৯৮৭, ১৯৯৫, ২০০১)
|
১ (১৯৮৯)
|
–
|
৩ (১৯৯৭, ২০০৫, ২০১৩)
|
৮
|
নেদারল্যান্ডস
|
১ (২০১৭)
|
–
|
–
|
–
|
১ (২০০৯)
|
২
|
ইতালি
|
–
|
২ (১৯৯৩, ১৯৯৭)
|
১ (১৯৮৭)
|
২ (১৯৮৯, ১৯৯১)
|
১ (১৯৮৪)
|
৬
|
ইংল্যান্ড
|
–
|
২ (১৯৮৪, ২০০৯)
|
–
|
১ (১৯৮৭)
|
২ (১৯৯৫, ২০১৭)
|
৫
|
ডেনমার্ক
|
–
|
১ (২০১৭)
|
২ (১৯৯১, ১৯৯৩)
|
–
|
৩ (১৯৮৪, ২০০১, ২০১৩)
|
৬
|
স্পেন
|
–
|
–
|
–
|
–
|
১ (১৯৯৭)
|
১
|
ফিনল্যান্ড
|
–
|
–
|
–
|
–
|
১ (২০০৫)
|
১
|
অস্ট্রিয়া
|
–
|
–
|
–
|
–
|
১ (২০১৭)
|
১
|
মোট |
১২ |
১২ |
৪ |
৪ |
১৬ |
৪৮
|
দলের সারাংশ
অংশগ্রহণকারীদের ফলাফল
স্বাগতিক জাতির ফলাফল
|
পূর্বের আসরে চ্যাম্পিয়নদের ফলাফল
|
পরিসংখ্যান (১৯৮৪ থেকে ২০১৭)
পদক তালিকা
১৯৯৫ সালের আগের আসর গুলিতে তৃতীয় স্থান নির্ধারক ছিল কিন্তু ১৯৯৫ থেকে বর্তমান পর্যন্ত এই খেলা সংঘটিত হয়নি। তাই সেমি-ফাইনালে পরাজিত দলগুলিকে ব্রোঞ্জ পদক জয়ী হিসেবে ধরা হয়েছে।
পরিসংখ্যান
সর্বকালের সর্বাধিক গোলদাতা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়
1অফিসিয়াল পুরস্কার
আরও দেখুন
তথ্যসূত্র